বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত এমপিরা


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১০ জানুয়ারি, ২০২৪ ১২:৩১ : অপরাহ্ণ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংগৃৃহীত
Rajnitisangbad Facebook Page

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্র ও ও অন্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন।

আজ বুধবার সকাল ১০টা থেকে জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে চার ধাপে তাদের শপথ অনুষ্ঠিত হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথবাক্য পাঠ করান।

আইন মেনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন এমপিরা।

এ সময় নিজ নিজ নাম উচ্চরণ করে স্পিকারের সঙ্গে সঙ্গে পড়তে থাকেন-‘সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিবো, আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবো এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেবো না।’

শপথগ্রহণ শেষে সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর সচিবের দপ্তরে অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব এ কে এম আবদুস সালাম। এর আগে নিয়মানুযায়ী স্পিকার নিজে শপথ নেন।

এর আগে, সকাল ১০টার একটু পরে জাতীয় সংসদ ভবনে আসেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সংসদীয় দলের সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান।

এর আগে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশ করে। নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তার মধ্যে একটি আসনের নির্বাচন স্থগিত হয়ে যায়। বাকি ২৯৮ আসনের মধ্যে ২২২ টিতে জয়লাভ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীরা জেতেন ৬২টি আসনে, জাতীয় পার্টি জয়লাভ করেছে ১১টি আসনে এবং অন্যান্য আরও তিনটি দল একটি করে আসন পেয়েছে।

আরও পড়ুন:

বাংলাদেশের সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য

বাংলাদেশের নির্বাচন নিয়ে কানাডার হতাশা প্রকাশ

ভোটে অনিয়মের তদন্ত ও রাজনৈতিক সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর