শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

সরকার যেখানে যাকে জেতাতে চেয়েছে সেই জিতেছে: জি এম কাদের


আজ দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

রাজনীতি সংবাদ প্রতিনিধি, রংপুর প্রকাশের সময় :৮ জানুয়ারি, ২০২৪ ৩:৩৩ : অপরাহ্ণ

সরকার যেখানে নিরপেক্ষ নির্বাচন করতে চেয়েছে সেখানেই নিরপেক্ষ হয়েছে। আর যেখানে যাকে জেতাতে চেয়েছেন সেই জিতেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের।

আজ সোমবার দুপুরে রংপুর নগরীর সেনপাড়ায় স্কাইভিউ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন লাঙ্গলের প্রার্থী জি এম কাদের। বিজয়ী হলেও তিনি বলেছেন, সরকারের নিয়ন্ত্রণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

জি এম কাদের বলেন, ‘সার্বিকভাবে নির্বাচন ভালো হয়নি। আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটাই হয়েছে।আমার বিশ্বাস এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘একটি পক্ষ আমাদের রাজনীতি নষ্টের চেষ্টা করছে। এখানে সরকারও মদদ দিচ্ছে বলে ধারণা করছি।’

আরও পড়ুন: সমঝোতা করেও জাতীয় পার্টির ভরাডুবি

জি এম কাদের বলেন, ‘আমরা একটা (নির্বাচনী) পরিবেশ চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম যেন প্রশাসন নিরপেক্ষ থাকবে এবং আমাদের প্রার্থীদের বিরুদ্ধে অর্থ ও অস্ত্রের প্রভাবমুক্ত থাকবে। তারা আমাদের কথা দিয়েছিলেন। কিন্তু তারা কথা দেওয়ার পরেও কথা রাখেনি। ভোটারদের হুমকি, এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল করে ভোট দেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘ফলাফল প্রত্যাখ্যান ও সংসদে না যাওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

আরও পড়ুন: ভোটের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর