শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আওয়ামী লীগ

বিরোধী দল কে হবে, আওয়ামী লীগের কাছে ইউরোপীয় ইউনিয়নের প্রশ্ন


ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৬ ডিসেম্বর, ২০২৩ ৮:০৯ : অপরাহ্ণ

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপিসহ সমমনা আরও বেশ কয়েকটি দল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে সংসদে বিরোধী দল কে হবে সে বিষয়ে আওয়ামী লীগের জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন বিশেষজ্ঞ প্রতিনিধিদলের দুই সদস্যের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিকেল ৪টায় রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংসদে বিরোধী দল কে হবে এই প্রসঙ্গে ইউরোপীয় ইউনিয়নকে আওয়ামী লীগ কী বলেছে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের ফলাফল বলে দেবে বিরোধী দল কে হবে।’

ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের মনোভাব কেমন ছিল-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা আওয়ামী লীগের প্রতিনিধিদলের বক্তব্য শুনেছে। বাংলাদেশের বাস্তবতায় এই নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতার বিষয়টি এসেছে। এখানে ২৭টির মতো দল অংশগ্রহণ করেছে, ১৮৯৬ জন প্রতিযোগিতা করছেন। এই বিষয়গুলো তারা পজেটিভলি নিয়েছে। তারা একটা বিষয় জানতে চেয়েছে, বিরোধী দল কে হবে? তারা আসলে বলার চেয়ে আমাদের কথা বেশি শুনতে আগ্রহী ছিল। মন্তব্যের ব্যাপারটা তারা ওইভাবে করতে চায়নি। আমরা আমাদের বক্তব্য বলেছি। নির্বাচনে আমাদের প্রস্তুতি, বিএনপি এলো না কেন-এটা বহু আগের জানা কথা। খুব বেশি আলোচনা নয়, তারাও জানে।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমরা একটা কথা বলেছি যে, নির্বাচনের টার্ন আউট সন্তোষজনক হবে। এ নির্বাচনে মানুষের আগ্রহ আছে। সারা বাংলাদেশের ভোটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা যাচ্ছে, তাতে টার্ন আউট নিয়ে আমাদের উদ্বিগ্নের কোনো কারণ নেই। পাঁচ বছর পরপর নির্বাচন করা একটা সাংবিধানিক বাধ্যবাধকতা।’

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর