শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিনোদন

শাকিব খানকে বাংলাদেশের ‘টম ক্রুজ’ বললেন মার্কিন নায়িকা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:২১ : অপরাহ্ণ
শাকিব খান ও মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।
Rajnitisangbad Facebook Page

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ‘রাজকুমার’ নামের একটি সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে এই মার্কিন নায়িকাকে।

কোর্টনি কফি সিনেমাটির শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছিলেন। ঢাকায় প্রথম লটের শুটিং শেষে আবারো যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন তিনি।

কেমন ছিল প্রথমবারের মতো বাংলাদেশে সিনেমায় কাজের অভিজ্ঞতা? সেটাই এক ভিডিও বার্তায় জানিয়েছেন কোর্টনি।

কোর্টনি কফি বলেন, ‘যখন বাংলাদেশে আসার জন্য বিমানে উঠি তখনই মনে হচ্ছিলো যে, অন্যরকম এক অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু দারুণ। তবে আমি যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়েও অনেক বেশি দারুণ। অন্যান্য দেশে আইফেল টাওয়ারের মতো বিখ্যাত অনেক কিছু রয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের মন অনেক বড়। আমি মনে করি, বাংলাদেশের মানুষ হৃদয় দিয়ে তাদের দেশকে সেরা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বৃহৎ জনসংখ্যা এবং তাদের আপ্যায়নের কারণে বাংলাদেশ ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ হতে পারে।’

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা দুর্দান্ত জানিয়ে এই মার্কিন নায়িকা বলেন, ‘শাকিব খান বাংলাদেশের ‘টম ক্রুজ’, এটা নিশ্চিত। সে কাজের প্রতি খুবই ডেডিকেটেড এবং প্রফেশনাল। সহশিল্পী হিসেবে একদমই পারফেক্ট। শুটিংয়ে সে খুবই মজার মানুষ। সবকিছু মিলিয়ে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একদম পারফেক্ট।’

বাংলাদেশের ফুচকা, মিষ্টি, রসগোল্লা বেশ ভালো লেগেছে এই মার্কিন অভিনেত্রীর।

তিনি বলেন, ‘এ দেশের মাছ, মিষ্টি, রসগোল্লা, ফুচকা বেশ ভালো লেগেছে। যুক্তরাষ্ট্রে ফিরে আসার আগে ঢাকার নিউমার্কেট থেকে আট জোড়া জুতা ও কিছু চাদর কিনে নিয়ে এসেছি। বড়দিনে এগুলো বাংলাদেশি উপহার হিসেবে ব্যবহার করবো।’

আরশাদ আদনান প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমাটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। চলতি মাসেই ঢাকায় কয়েক দিনের শুটিংয়ের পর বর্তমানে পাবনায় চলছে কিছু অংশের শুটিং। নতুন বছরের শুরুতে বাকি অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রে।

এরপর ২০২৪ সালের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বিগ বাজেটের এই সিনেমাটি।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর