শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা অন্যান্য দল

বরিশাল-৩ নয়, ২ থেকে জোট প্রার্থী হলেন রাশেদ খান মেনন


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৬ ডিসেম্বর, ২০২৩ ১২:২৪ : পূর্বাহ্ণ

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল–৩ নয়, বরিশাল–২ আসন থেকে নির্বাচন করবেন।

শুক্রবার আওয়ামী লীগের পক্ষ থেকে জোটের প্রার্থী হিসেবে তাকে নৌকা প্রতীকে নির্বাচন করার কথা জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার তাকে বরিশাল–৩ আসনে জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য ছাড় দিয়েছিল আওয়ামী লীগ। অবশ্য মেনন বরিশাল–২ ও ৩ আসনেই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

বরিশাল–২ (উজিরপুর ও বানারীপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার মো. ইউনুস। এখন ১৪ দলের প্রার্থী হিসেবে রাশেদ খান মেনন ওই আসন থেকে নির্বাচন করলে তালুকদার মো. ইউনুস বাদ পড়বেন।

এদিকে বরিশাল-৩ আসনে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে ছাড় দেবে আওয়ামী লীগ।

রাশেদ খান মেনন বলেন, তিনি এখন তার পুরনো বরিশাল–২ আসনে ১৪ দলের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

রাশেদ খান মেনন ১৯৭৯, ১৯৯১ সালে বরিশাল–২ আসনে নির্বাচন করেছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর