রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ ডিসেম্বর, ২০২৩ ১১:৩১ : অপরাহ্ণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে সরকারের পদত্যাগ দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৩৯টি দল ছাড়াও বাম জোট ও ইসলামী রাজনৈতিক দল রয়েছে।
আজ শুক্রবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
যেসব দল নির্বাচন বর্জন করেছে সেগুলো হলো-
১. বিএনপি
২. জামায়াতে ইসলামী
৩. ইসলামী আন্দোলন বাংলাদেশ
৪. এলডিপি (কর্নেল অলি)
৫. জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)
৬. জাতীয় পার্টি ( কাজী জাফর)
৭. গণ অধিকার পরিষদ (নুরু-রাশেদ
৮. গণ অধিকার পরিষদ (ড. রেজা কিবরিয়া ও ফারুক হাসান)
৯. জাতীয় পার্টি (আন্দালিব রহমান পার্থ)
১০. গণসংহতি আন্দোলন
১১. বিকল্প ধারা বাংলাদেশ
১২. গণফোরাম
১৩. বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)
১৪. এবি পার্টি
১৫. এলডিপি (শাহাদাত হোসেন সেলিম)
১৬. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)
১৭. খেলাফত মজলিস
১৮. বাংলাদেশ খেলাফত মজলিস
১৯. জমিয়তে উলামায়ে ইসলাম
২০. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
২১. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী)
২২. বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
২৩. ভাসানী অনুসারী পরিষদ
২৪. রাষ্ট্র সংস্কার আন্দোলন
২৫. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা রাশেদ প্রধান)
২৬. বাংলাদেশ লেবার পার্ট ( ফারুক রহমান)
২৭. ইসলামিক ঐক্যজোট
২৮. ন্যাপ ভাসানী
২৯. ইসলামিক পার্টি
৩০. বাংলাদেশ জাতীয় দল
৩১. ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)
৩২. জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা খন্দকার লুৎফর রহমান)
৩৩. গণদল
৩৪. ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি)
৩৫. বাংলাদেশ ন্যাপ
৩৬. বাংলাদেশ সাম্যবাদী
৩৭. ডেমোক্রেটিক লীগ
৩৮. বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি
৩৯. বাংলাদেশ মুসলিম লীগ
৪০. পিপলস পার্টি
৪১. গণতান্ত্রিক বাম ঐক্য
৪২. সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
৪৩. বাংলাদেশের সাম্যবাদী দল (এম এল)।
৪৪. সমাজতান্ত্রিক মজদুর পার্টি
৪৫. প্রগতিশীল গণতান্ত্রিক দল ( PDP)
৪৬. পিপলস পার্টি
৪৭. লিবারেল ডেমোক্রেটিক
৪৮. জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)
৪৯. বাংলাদেশ লেবার পার্টি
৫০. বাংলাদেশ মুসলিম লীগ
৫১. নেজামে ইসলাম পার্টি
৫২. বাংলাদেশের কমিউনিস্ট লীগ
৫৩. গণতান্ত্রিক বিপ্লবী পার্টি
৫৪. বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন
৫৫. বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন
৫৬. গণমুক্তি ফোরাম
৫৭. জাতীয় গণতান্ত্রিক
৫৮. বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব)
৫৯. জাতীয় মুক্তি কাউন্সিল
৬০. জাতীয় গণফ্রন্ট
৬১. বাংলাদেশ জাসদ
৬২. ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ-ন্যাপ
৬৩.বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ