বুধবার, ১৫ মে, ২০২৪ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৬ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির পিকেটিং


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ নভেম্বর, ২০২৩ ১০:২১ : পূর্বাহ্ণ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ সোমবার সকাল সাড়ে ৬টায় রাজধানীর কারওয়ানবাজার থেকে সোনারগাঁও মোড় এবং সকাল সাড়ে ৭টায় দয়াগঞ্জ মোড়ে পিকেটিং করেন তারা।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, সরকারের বিরুদ্ধে চারিদিকে অন্ধকার ধেয়ে এসেছে। অবৈধ সরকারের মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না।

এ বিএনপি নেতা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গ্রেপ্তার, মিথ্যা মামলা, বাড়িবাড়ি তল্লাশি চালিয়ে পরিবারের সদস্য ধরে নিয়ে গিয়ে একদফার আন্দোলনকে সরকার রুখতে পারেনি। বিএনপিসহ সমমনা জোটদের নেতাকর্মীরা সারাদেশে জনগণকে সঙ্গে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাদের শান্তিপূর্ণ হরতালে রাজপথে নেমেছে।

রুহুল কবির রিজভী বলেন, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণ রাজপথ ছাড়বে না। আমরা বিশ্বাস করি, জনগণের দাবি মেনে সরকার অচিরেই পদত্যাগে বাধ্য হবে।

রিজভী জানান, সারাদেশে বিএনপি ও সমমনা জোটের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান নিয়ে হরতাল পালন করছে। নানা বাধা-বিপত্তির মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ছাত্রদল, জাসাসসহ ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল করছে।

এ সময়ে দলের কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নিলুফার ইয়াসমীন নিলু, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদ আউয়াল, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি, মহসিন হোসেন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা ডা. সাব্বির, ডা. জিসান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন ইমন, রাশেদুল আমিন, সহ-সাধারণ সম্পাদক শাহ পরান, সহ-দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, সদস্য রাকিব রায়হান, ঢাবির বিএম কাওসার, মহানগর ছাত্রদলের মিরাজ, আসাদ, আব্দুর রব সিয়াম, শরীফ, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা ফয়সাল প্রধান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ছানাউল্লাহ্, আবু সালেহ হিরনসহ ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর