সোমবার, ১৩ মে, ২০২৪ | ৩০ বৈশাখ, ১৪৩১ | ৪ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ নির্বাচনের তফসিল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ নভেম্বর, ২০২৩ ১০:০৯ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ বুধবার সন্ধ্যা ৭টায়। এর আগে বিকেল ৫ টায় নির্বাচন কমিশনাররা বৈঠকে বসবেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম সকালে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন।

ইসি সচিব বলেন, প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ সকল গণমাধ্যমে সরাসরি ভাষণ দিবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ৬ থেকে ৯ জানুয়ারির মধ্যে যেকোনো দিন নির্বাচন হতে পারে বলে।

এদিকে তফসিল ঘোষণাকে কেন্দ্র করেন রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সকাল থেকেই নির্বাচন ভবনে তিনস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে গতকাল শুধু নির্বাচন কমিশনের সামনে পুলিশি নিরাপত্তা থাকলেও আজ সকাল থেকে পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে। সেই সাথে নির্বাচন ভবনর ভেতরেও দর্শনার্থীদের বিষয়ে কড়াকড়ি রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সকাল আট ৮টার পর থেকে নির্বাচন ভবন এলাকার সামনে র‌্যাব সদস্যদের অন্তত চারটি গাড়ি টহলে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনার প্রবেশ পথে ব্যারিকডও রয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর