শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

হঠাৎ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন জি এম কাদের


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০২৩ ৯:৪৪ : অপরাহ্ণ

হঠাৎ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ মঙ্গলবার রাত ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জি এম কাদেরের সঙ্গে তার বিশেষ দূত মাশরুর মাওলা উপস্থিত ছিলেন।

বঙ্গভবন থেকে বেরিয়ে মাশরুর মাওলা একটি সংবাদমাধ্যমকে বলেন, রাত ৮টায় পার্টির চেয়ারম্যান বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি। রাষ্ট্রপতিকে জাতীয় পার্টির চেয়ারম্যান তার লেখা একটি বই উপহার দেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরের এই সাক্ষাৎকার অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তাদের মতে, আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জাতীয় পার্টির। জি এম কাদের রাষ্ট্রপতিকে এ বিষয়টিই অবহিত করতে পারেন। এর বাইরে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিরাজমান সংকট থেকে উত্তোরণে সংলাপের উদ্যোগ নিয়ে কথা হতে পারে তাদের মধ্যে।

আরও পড়ুন: নির্বাচনে গেলে স্যাংশন আসতে পারে: জি এম কাদের

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর