শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

নির্বাচনে গেলে স্যাংশন আসতে পারে: জি এম কাদের


আজ বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় বক্তব্য রাখেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৪ নভেম্বর, ২০২৩ ৬:১১ : অপরাহ্ণ

নির্বাচনে যাওয়ার এখনো পরিবেশ তৈরি হয়নি জানিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘নির্বাচনে গেলে স্যাংশন (নিষেধাজ্ঞা) আসারও সম্ভাবনা রয়েছে।’

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এই অবস্থায় যদি আমরা নির্বাচনে যাই আর যদি পরবর্তীতে সরকার সমস্যায় পরে তাহলে কী হবে?’

আজ মঙ্গলবার জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জি এম কাদের উপস্থিত নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন সিদ্ধান্ত নেবার। নানা বিষয়ে আমাকে ভেবে দেখতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের চিঠি এসেছে আমাদের কাছে। এই চিঠির গুরুত্ব অনেক। এটা যুক্তরাষ্ট্রের অফিসিয়াল চিঠি। তারা সংলাপ চাচ্ছেন। আমরাও সংলাপের কথা বলে আসছি।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘আমরা আর কোন দলের মুখাপেক্ষী থাকতে চাই না। আমরা এখন দলগতভাবে অনেক শক্তিশালী। আমাদের ইউনিটি অনেক সময়ের থেকে বেশি।’

অনুষ্ঠানে জেলা পর্যায়ের নেতারা তাদের মতামত তুলে ধরেন। সভায় দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর