শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

সহিংসতা সম্পর্কে জানালো সরকার, কোনো প্রশ্ন করেননি কূটনীতিকরা


বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ অক্টোবর, ২০২৩ ১০:৩৪ : অপরাহ্ণ

রাজধানীতে গত ২৮ অক্টোবরের রাজনৈতিক সহিংসতা সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের কাছে বিস্তারিত তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে ওই সহিংসতার জন্য বিএনপিকে অভিযুক্ত করা হয়েছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কোনো কূটনীতিক কোনো ধরনের প্রশ্ন করেননি।

আজ সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, স্পেন, সিঙ্গাপুর, কানাডা, জার্মানি, ইতা‌লি, ফ্রান্স, রা‌শিয়া, জাপান, নেদারল্যান্ডস, সুইডেন, সুইজারল্যান্ড, ব্রা‌জিল, অস্ট্রেলিয়া, মাল‌য়ে‌শিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জা‌তিসংঘ ও এর সংস্থাগুলো, বিমস‌টেকসহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২৮ অক্টোবর সমাবেশকে কেন্দ্র করে বিএনপি যেসব তাণ্ডব চালিয়েছে, সেসব কূটনীতিকদের কাছে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি হরতালের নামে বিএনপি দেশে যেসব নৈরাজ্য ফিরিয়ে আনছে, এমন বার্তা দেওয়া হয়েছে।’’

আব্দুল মোমেন বলেন, ‘পুলিশের মৃত্যু, প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর, সাংবাদিকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং বাইডেনের উপদেষ্টা বলে কথিত ব্যক্তিকে দিয়ে মিডিয়ায় কথা বলানোসহ বিএনপি যা যা করেছে সেসব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তুলে ধরা হয়।’

সরকারের ব্রিফিংয়ে কূটনীতিকরা আশ্বস্ত হয়েছেন কিনা-এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটি তাদের জিজ্ঞাসা করেন।’

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা বলছি না, তারা চুপ করে ছিলেন বলে আমাদের সব কথা সম্পূর্ণ বিশ্বাস করেছেন। আমরা এমনও বলছি না, আমাদের কথা অবিশ্বাস করেছেন। কূটনীতিকদের প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়েছিল, তারা কোনো প্রশ্ন করেননি। তার মানে আমরা যে ব্যাখ্যা দিয়েছি, সেটি পরিষ্কার হয়েছে।’

আরও পড়ুন:

রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশ ও আ.লীগের তুমুল সংঘর্ষ, বিজিবি মোতায়েন

ঢাকায় সহিংসতার ঘটনায় ৩৮ মামলা, এজাহারভুক্ত আসামি ১৬৫৪

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর