শনিবার, ১৮ মে, ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৯ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বিএনপি

সরকার পতনের আর কয়েকটা দিন আছে: মির্জা ফখরুল


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২০ অক্টোবর, ২০২৩ ৩:০৭ : অপরাহ্ণ
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

সরকার পতনের আর কয়েকটা দিন আছে-এমন মন্তব্য করে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এখন কিন্তু মাসও নেই। সেই দিনগুলোতে বুকের মধ্যে সমস্ত সাহস নিয়ে…মারবে তো মারবেই, মারছেই তো।’

আজ শুক্রবার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি সন্ত্রাসী দল’-গতকাল দেওয়া প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, ‌‘এখন নতুন সুর শুরু করেছে- বিএনপি সন্ত্রাসী দল। গতকালও প্রধানমন্ত্রী বলেছেন। বিএনপি সন্ত্রাসী দল হলে আপনারা কি? আপনারা তো সন্ত্রাসের বাবা।’

ক্ষমতাসীন আওয়ামী লীগ রাষ্ট্রকেই সন্ত্রাসী রাষ্ট্র বানিয়ে ফেলেছে-এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি সন্ত্রাসের রাজত্ব বানিয়ে দিয়ে আপনারা ক্ষমতায় টিকে থাকতে চান।’

বর্তমান নির্বাচন কমিশন নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশন একটা বানিয়েছে। এটার তো কোনো কিছু ঠিক নেই। তারা বলছে যদি পরিবেশ অনুকূলে হয়… তাহলে পরিবেশ অনুকূলে নয়! এখনো পরিবেশ অনুকূলে হয়নি। দরকার কি বাবা, পদত্যাগ করো না, আসো আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আসো।’

বিএনপি মহাসচিব বলেন, ‌‘আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণের ন্যূনতম অধিকার ফেরত পেতে চাই। সমস্থ রাজনৈতিক দলগুলো এক হয়েছে। বাম ডান সবাই একটা কথাই বলছে, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। হতে পারে না।’

আরও পড়ুন: ক্ষমতা হারালে এক রাতেই ৬৫ হাজার লোক মারা যাবে: শামীম ওসমান

মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে এই দেশকে লুটের রাজ্য বানানো হয়েছে এটা বর্ণনা করার ভাষা নেই যে কি হারে এরা (ক্ষমতাসীন আওয়ামী লীগ) লুট করেছে। যে লুটের পরিণতি মানুষের ওপর পড়ছে। প্রতিটি পয়সা আমাদের পকেট থেকে নিয়ে নিচ্ছে। ঋণ করেছে, তার ভারও আমাদের ওপর এসে পড়বে।

আরও পড়ুন: ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ওবায়দুল কাদের

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনজীবনে নাভিশ্বাস উঠেছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‌‘দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নজিরবিহীন। সব দেশেই কিছু কিছু দাম বেড়েছে। কিন্তু বাংলাদেশে যেটা বেড়েছে এটা অবিশ্বাস্য, নজিরবিহীন। এর পেছনে কারণ অনেকগুলো। মূল কারণ জবাবদিহিতাহীন সরকার। তাকে কোথাও কোনো জবাবদিহি করতে হয় না। ইচ্ছেমতো যা খুশি তাই করতে পারছে। তাদের দুঃশাসন দুর্নীতি এমন জায়গায় পৌছেছে যেখানে মানুষের নাভিশ্বাস উঠেছে। এখন একেবারে মৃত্যবরণ করার মতো অবস্থা হয়ে গেছে।’

মির্জা ফখরুল শেষবারের মতো সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন, ‘শেষবারের মতো সরকারকে বলতে চাই দয়া করে পদত্যাগ করুন। মানে মানে শান্তিতে আপনারা নিরপেক্ষ নির্দলীয় সরকারে হাতে ক্ষমতা দিয়ে চলে যান। দেশের মানুষকে বাঁচতে দিন।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর