শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা আঞ্চলিক রাজনীতি

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ অফিসের পাশে শিবিরের শোডাউন


আজ সকালে চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় বিশাল বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদক, চট্টগ্রাম প্রকাশের সময় :১২ অক্টোবর, ২০২৩ ১১:১৫ : পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগ অফিসের পাশে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির। এতে সংগঠনটির হাজারো নেতা-কর্মী অংশ নেয়।

মিছিলের সামনে রিকশায় মাইকও লাগানো হয়। জাতীয় পতাকা হাতে শিবির নেতা-কর্মীরা মুর্হুমুহু স্লোগান দেন। এতে প্রকম্পিত হয়ে উঠে আশেপাশের এলাকা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিউমার্কেট এলাকায় এই মিছিল করে তারা। নিউমার্কেট মোড় থেকে কিছুটা অদূরে দারুল ফজল মার্কেটে রয়েছে আওয়ামী লীগের অফিস।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।

নিউমার্কেট মোড় থেকে শুরু হওয়া শিবিরের বিশাল বিক্ষোভ মিছিলটি দারুল ফজল মার্কেট আওয়ামী লীগের অফিস ঘেঁষেই তিনপুল মোড়ে গিয়ে শেষ হয়।

এরপর তারা সেখানে সংক্ষিপ্ত একটি সমাবেশ করে।

সমাবেশে ছাত্রশিবির নেতারা অবিলম্বে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারারুদ্ধ রাজনৈতিক নেতা, আলেম-ওলামাদের নিঃশর্ত মুক্তি, শিবিরের কেন্দ্রীয় কার্যালয়সহ সব অফিস খুলে দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এ সময় ছাত্রশিবির ঘোষিত ৭ দফা দাবি বাস্তবায়নে ছাত্রসমাজকে এক হওয়ার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার (এসি) অতনু চক্রবর্তী দাবি করেন, নিউমার্কেট এলাকায় শিবিরের নেতা-কর্মীরা মিছিল করলেও পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে।

এর আগে গতকাল বুধবার রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির।

আরও পড়ুন: রাজধানীতে হঠাৎ শিবিরের হাজারো নেতা-কর্মীর বিক্ষোভ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর