রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ সেপ্টেম্বর, ২০২৩ ৮:২২ : পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কে স্যাংশন (নিষেধাজ্ঞা) দিলো, কাকে দিলো তাতে কিছু যায় আসে না। নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে।’
স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনে জাতিসংঘের ৭৮তম অধিবেশনে ভাষণ পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মার্কিন ভিসা নিষেধাজ্ঞা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘যদি তারা শুধু আওয়ামী লীগকে টার্গেট করে থাকে তাহলে আমার কিছু বলার নেই। তবে মনে রাখতে হবে, আমি কিন্তু কারো শক্তিতে ক্ষমতায় আসিনি। আমি ক্ষমতায় এসেছি জনগণের শক্তিতে।’
প্রধানমন্ত্রী হুঁশিয়ার করে বলেন, ‘বাইরের দেশ থেকে বাংলাদেশের নির্বাচন বানচালের ষড়যন্ত্র হলে বাংলাদেশের জনগণও তাদের স্যাংশন দেবে। বাংলাদেশিদের ওপর মার্কিন ভিসা নীতি প্রয়োগে ভয় পাওয়ার কিছু নেই।’
আরও পড়ুন: বাংলাদেশিদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা শুরু
মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘যারা এটা বলছে, তাদের দেশের নির্বাচন নিয়েও তো সমস্যা আছে। আমরা তো দেখতে পারছি, তারা তাদের বিরোধী দলের সঙ্গে কী করছে? আমরা তো তাও করিনি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ক্ষমতার বদলে যদি কেউ অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের সাজা পেতে হবে। অবৈধভাবে ক্ষমতা নেবার কোন সুযোগ নেই। আমরা গণতান্ত্রিক ধারা এনেছি, সেটা অব্যাহত থাকবে। কে ভবিষ্যতে আওয়ামী লীগের হাল ধরবে সেটা ঠিক করে দেবে দেশের জনগণ ও দল আওয়ামী লীগ।’
আরও পড়ুন: ভিসা নিষেধাজ্ঞা নিয়ে এবার মুখ খুললেন ডোনাল্ড লু