মঙ্গলবার, ২১ মে, ২০২৪ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

বরখাস্ত হওয়া এডিসি হারুনকে পাঠানো হলো রংপুরে


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১২ সেপ্টেম্বর, ২০২৩ ৯:০৭ : অপরাহ্ণ
এডিসি হারুন অর রশিদ
Rajnitisangbad Facebook Page

সাময়িক বরখাস্ত হওয়া ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদকে এবার রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবারস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সোমবার এডিসি হারুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এর আগে গত ১০ সেপ্টেম্বর এডিসি হারুনকে ঢাকা রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে সংযুক্ত করা হয়। একই দিন সন্ধ্যায় তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে শাহবাগ থানায় ছাত্রলীগের দুই নেতাকে নির্যাতনের অভিযোগ ওঠে এডিসি হারুনের বিরুদ্ধে।

দুই ছাত্রলীগ নেতা হলেন-ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।

ভুক্তভোগী ও তাদের সহপাঠীদের অভিযোগ, এডিসি হারুন তাদের থানার ভেতরে নিয়ে বেড়ধক পেটান। এমনকি ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়ার পরও হারুনের সঙ্গে ১০-১৫ পুলিশ সদস্য মিলে তাদের পিটিয়েছেন।

আরও পড়ুন: সেই রাতে হারুনের সঙ্গে কী ঘটেছিল, জানালেন এডিসি সানজিদা

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর