শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয় পার্টি

ভারত থেকে ফিরে নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন জি এম কাদের


ভারত সফর শেষে ঢাকা শাহজালাল বিমানবন্দরে পৌঁছার পর জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৩ আগস্ট, ২০২৩ ৯:৩১ : অপরাহ্ণ

তিন দিনের ভারত সফর শেষে ঢাকায় ফিরেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের।

আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় ভিআইপি গেটে তাকে স্বাগত জানান জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ দলটির নেতা-কর্মীরা।

পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন জি এম কাদের।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘ভারত দেখতে চায়, বাংলাদেশে একটি ভালো নির্বাচন হোক। নির্বাচনটা যাতে সময় মতো হয়। নির্বাচনের আগে ও পরে যাতে কোনো ধরনের সংঘাত-সহিংসতা না হয়। সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে অনিশ্চিত না হয়- এরকম একটি পরিবেশ তারা দেখতে চায়। তাদের এখানে অনেক বিনিয়োগ আছে। অনেক ভারতীয় এখানে কাজ করেন। তাই তারা এখানে একটি স্থিতিশীল পরিবেশ দেখতে চায়।’

জি এম কাদের বলেন, ‘ভারত মনে করে জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল। জাতীয় পার্টির ওপর তাদের আস্থা রয়েছে। জাতীয় পার্টির সঙ্গে ভারতের সম্পর্কটা বরাবরই সৌহাদ্যপূর্ণ; যা সবসময় ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে তারা আশা করছে।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গেছি। সেখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে। কার কার সঙ্গে, কী কী বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে- তা আমি বিস্তারিতভাবে বলতে পারবো না। কারণ আলাপগুলো ওভাবেই হয়েছে। যদি ওনারা কিছু প্রকাশ করতে চান, তা তাদের বিষয়। তারা করবেন। আমি ওনাদের অনুমতি ছাড়া এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না। তবে আমরা আমাদের দ্বি-পাক্ষিক, অর্থাৎ ভারত ও বাংলাদেশের দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে কথা বলেছি।’

জি এম কাদের বলেন, ‘আমার কাছে ভালো লেগেছে যে জাতীয় পার্টি সম্পর্কে তারা ভালো ধারণা পোষণা করেন। জাতীয় পার্টি সম্পর্কে ওনাদের ধারণা ভালো।’

সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণার বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে জি এম কাদের বলেন, ‘এটা উনি করেননি। ওনাকে দিয়ে এসব করানো হচ্ছে। তিনি আমার ভাবি। আমার সবচেয়ে বড় ভাইয়ের তিনি সহধর্মিণী। আমার বড় ভাইকে আমরা সবসময় নিজের বাবার মতো মনে করেছি। সেই হিসেবে আমার ভাবিকেও আমরা ছোটবেলা থেকে মায়ের মতো করেই দেখে আসছি। তাকে সেভাবেই সম্মান ও শ্রদ্ধা করে আসছি।’

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘তার (রওশন এরশাদ) সঙ্গে আমার কখনো কোনোদিন দ্বন্দ্ব-বিরোধ ছিল না, এখনো নেই। কিছু মানুষ বিভিন্নভাবে, বিভিন্ন সময় তার অসুস্থতার সুযোগ নিয়ে তাকে দিয়ে বিভিন্ন ধরনের কাগজপত্রে স্বাক্ষর করাচ্ছে। অথবা ওনার কাছ থেকে কিছু বক্তব্য লিখিয়ে নেওয়া হচ্ছে। আমার জানামতে, এগুলো উনি নিজের ইচ্ছায় বা জেনে বুঝে করেননি। জেনে বুঝে দিচ্ছেনও না।’

জি এম কাদের বলেন, ‘‘এটা করার উদ্দেশ্য হলো যাতে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় পার্টিকে যাতে দুর্বল করা যায়। আমাদের বিরুদ্ধের কিছু লোক এসব করাচ্ছেন। ‘দেবর-ভাবির দ্বন্দ্ব’ ইত্যাদি ইত্যাদি বলে তারা মুখরোচক সংবাদ প্রচার করাচ্ছেন।’’

আরও পড়ুন: জাতীয় পার্টিতে নতুন নাটকীয়তা, নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

এর আগে গত ২০ আগস্ট ভারত সরকারের আমন্ত্রণে জি এম কাদের তিন দিনের সফরে দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জি এম কাদেরের সঙ্গে তার সহধর্মিণী, জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেরিফা কাদের এবং পার্টি চেয়ারম্যানের বিশেষ দূত ও দলের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাশরুর মাওলা ছিলেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর