মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

বিদেশিরা দেশের মঙ্গল চায় না, অশান্তি চায়: পররাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৯ আগস্ট, ২০২৩ ১১:৩৩ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন
Rajnitisangbad Facebook Page

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বিদেশিরা দেশের মঙ্গল চায় না, তারা অশান্তি চায়। অশান্তি হলে দেশ যদি দুর্বল হয়, তাদের অনেক সুবিধা হয়। তাই তারা দেশকে দুর্বল করতে চায়। ওদের এই ভেল্কিতে আপনারা অবগাহন করবেন না, বুঝে-শুনে অবস্থান নেবেন।’

আজ বুধবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের গতিপ্রকৃতি’ শীর্ষক নাগরিক সংলাপে তিনি এ কথা বলেন।

এ সংলাপের আয়োজন করে বাংলাদেশ স্টাডি ট্রাস্ট। সংগঠনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সাহাদাত হোসেন সিদ্দিকী।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন নিয়ে আগ্রহ দেখা যায় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে গত ৬ মাসে প্রায় ৬০টি দেশে নির্বাচন হয়েছে এবং আগামী ডিসেম্বরের মধ্যে আরও ২২টি দেশে নির্বাচন হবে। কিন্তু এই দেশ যেগুলোতে সম্প্রতি নির্বাচন হয়েছে এবং আগামীতে হবে সেগুলো নিয়ে তাদের কোনো আলোচনা নাই।’

বিদেশিদের তৎপরতার বিষয়ে জনগণকে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়ে আব্দুল মোমেন বলেন, ‘দেশের উন্নয়ন দেশের মানুষ ও সরকার করবে। আওয়ামী লীগ জনগণের ওপর বিশ্বাস করে, জনগণের রায়েই আমাদের অবস্থান সুদৃঢ় হবে।’

আগামী নির্বাচন দেশের জন্য একটি বড় পরীক্ষা হবে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে যদি আমরা শান্তি-স্থিতিশীলতা বজায় রেখে শেখ হাসিনার সরকারকে জয়যুক্ত করতে পারি, তাহলে উন্নয়নের গতিধারা বজায় থাকবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর