বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

কূটনীতিকরা এদেশে নিজেদের সম্রাট মনে করেন: পররাষ্ট্রমন্ত্রী


রাজনীতি সংবাদ প্রতিনিধি, সিলেট প্রকাশের সময় :২১ জুলাই, ২০২৩ ৪:৪৪ : অপরাহ্ণ
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ফাইল ছবি
Rajnitisangbad Facebook Page

বাংলাদেশ ইস্যুতে সম্প্রতি বিদেশি কূটনীতিকদের মন্তব্য-বিবৃতিতে বিরক্তি প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘কূটনীতিকরা এদেশে নিজেদের সম্রাট মনে করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে তারা মজা পান।’

আজ শুক্রবার দুপুরে সিলেট জেলা শিল্পকলা একেডেমিতে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের বিষয়ে বিদেশি দূতদের মন্তব্যের ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আব্দুল মোমেন বলেন, ‘গণমাধ্যমে বিদেশিদের মন্তব্য অতিপ্রচারের ফলে তারা দেশের অভ্যন্তরীণ বিষয়ে বেশি বেশি কথা বলেন।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ৪০ জন মারা গেল, একটা দেশও কথা বলেনি। আমাদের দেশে কে কী করলো সঙ্গে সঙ্গে চিৎকার…। এটি অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপ, যা জেনেভা কনভেনশনের ধারে-কাছেও নেই।’

আব্দুল মোমেন বলেন, ‘ইংল্যান্ড-আমেরিকা-ফ্রান্সের চেয়ে আমাদের পুলিশ অনেক সহনশীল। কিন্তু বিএনপি যখন দেশের সম্পদ, মানুষের সম্পদ বিনষ্ট করে তখন পুলিশ ব্যবস্থা নেয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীর আর কোথাও অ্যাকটিভিস্ট রাষ্ট্রদূতরা দলবেঁধে মন্তব্য করে বেড়ায় না। তাদের দেশে যখন পুলিশ গলাচিপে মানুষকে হত্যা করে, গুলি মেরে হত্যা করে তখন তো বাংলাদেশের কোনো গণমাধ্যম তাদের এসব বিষয়ে জিজ্ঞাসা করেন না।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর