শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা মতামত

বিএমপি, বিএনফি, বিএনপিপি (!)


আসিফ নজরুল

আসিফ নজরুল প্রকাশের সময় :১৭ জুলাই, ২০২৩ ৩:০১ : অপরাহ্ণ

মনে হচ্ছে, নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে হলে রাজনৈতিক দলের কোনো সাংগঠনিক শক্তি বা সমর্থনের দরকার নেই। দলটিকে শুধুমাত্র নীচের শর্তগুলো পূরণ করতে হবে।

ক) দলের নাম রাখতে হবে এরকম:
* বিএমপি, * বিএনফি, * বিএনপিপি, * বিএনএনপি
খ) সেই দলে বিএনপির ছোট সাইজের হলেও একজন নেতা রাখতে হবে বা সামরিক বাহিনীর কোনো অবসরপ্রাপ্তকে।
গ) সেই দলকে শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিতে হবে।

উপসংহার: যেই বীজ সেই ফসল। ভুয়া দল নিবন্ধন পায় ভুয়া নির্বাচন কমিশন থেকেই। এমন একটা কমিশন সুষ্ঠু নির্বাচন করবে এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য নয়।

আরও পড়ুন: গণঅধিকার পরিষদ, এবি পার্টিসহ ১০ দল নিবন্ধন পাচ্ছে না

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর