শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা জাতীয়

হজে নিখোঁজ হয়েছিলেন ধর্মপ্রতিমন্ত্রী, ৫ ঘণ্টা পর উদ্ধার


ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩০ জুন, ২০২৩ ২:৪৪ : অপরাহ্ণ

হজ করতে গিয়ে মিনায় রাস্তা হারিয়ে নিখোঁজ হয়েছিলেন ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর সরকারি দল তাকে খুঁজে বের করে।

আজ শুক্রবার হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৭ জুন মিনায় হারিয়ে যান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তার ব্যক্তিগত ফোন হারিয়ে ফেলায় তার সঙ্গে থাকা পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীমসহ অন্যদের হারিয়ে ফেলেন। এরপর সৌদি হজ অফিস ও হাবের সহায়তা পাঁচ ঘণ্টা পর তাকে খুঁজে বের করা হয়।

ধর্মপ্রতিমন্ত্রী তার ব্যক্তিগত ফোন হারিয়ে ফেলায় এই বিপত্তি তৈরি হয় বলে উপমন্ত্রী বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান।

হারিয়ে যাওয়া হাজিদের খুঁজে বের করতে সার্বক্ষণিক কাজ করছে সৌদি হজ অফিস, হজ এজেন্সি এবং হজ এজেন্সিগুলোর সংগঠন হাব।

হাবের সভাপতি জানান, প্রতিবছরই এমন ঘটনা ঘটে। এবার দুই শতাধিক হাজি হারিয়ে যাওয়ার তথ্য আমরা পেয়েছিলাম। তাদের মধ্যে বেশিরভাগ হাজিদের খুঁজে বের করে দুই এক ঘণ্টার মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ৫৫ জন হাজির খোঁজ মেলেনি। আশা করছি, দ্রুত সময়ে তাদের পাওয়া যাবে।

এদিকে হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী রোববার থেকে দেশে ফিরতে শুরু করবেন হাজিরা। যা চলবে ২ আগস্ট পর্যন্ত।

তবে ফেরার সময় হজযাত্রীদের লাগেজে জমজমের পানি না আনার পরামর্শ দিয়েছে এয়ারলাইনগুলো।

চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী সৌদি আরবে গিয়েছেন। হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪৩ জন বাংলাদেশী হাজির মৃত্যু হয়েছে। তাদের অধিকাংশই অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোকে মারা গেছেন।

আরও পড়ুন: সৌদিতে তীব্র গরম, একদিনে ৭ বাংলাদেশি হাজির মৃত্যু

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর