শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা নির্বাচন

আবার খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক


তালুকদার আব্দুল খালেক

রাজনীতি সংবাদ প্রতিনিধি, খুলনা প্রকাশের সময় :১২ জুন, ২০২৩ ৯:১৫ : অপরাহ্ণ

খুলনা সিটি করপোরেশনের মেয়র হিসেবে আবার নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।

নৌকা প্রতীকে তালুকদার আবদুল খালেক পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আ. আউয়াল হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৬৪ ভোট।

এনিয়ে তালুকদার আবদুল খালেক তৃতীয়বারের মতো এই নগরীর মেয়র হচ্ছেন।

আজ সোমবার রাত সাড়ে ৮টায় খুলনা শিল্পকলা একাডেমিতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে ৪৮ দশমিক ১৭ শতাংশ ভোট পড়েছে।

নির্বাচনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মো. শফিকুল ইসলাম মধু পেয়েছেন ১৮ হাজার ৭৪ ভোট, জাকের পার্টি থেকে গোলাপ ফুল প্রতীকে এস এম সাব্বির হোসেন পেয়েছেন ছয় হাজার ৯৬ ভোট ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে টেবিল ঘড়ি প্রতীকে এস এম শফিকুর রহমান পেয়েছেন ১৭ হাজার ২১৮ ভোট।

এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ২৮৯টি ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন। তাদের মধ্যে নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।

এ ছাড়া সাধারণ ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৩৬ জন ও সংরক্ষিত ১০টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুন: বরিশালের নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর