শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য দল

গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে গেলো রেজা-নুরের গণধিকার পরিষদ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :৬ মে, ২০২৩ ৯:৪৩ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভাঙন ধরলো সাত দলের রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চে। গঠনের ৯ মাসের মাথায়ই মঞ্চ থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ড. রেজা কিবরিয়া ও নুরুল হক নুরের গণঅধিকার পরিষদ।

আজ শনিবার সন্ধ্যায় গণঅধিকার পরিষদের দলীয় কার্যালয়ে আয়োজিত কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান দলটির সদস্য সচিব নুরুল হক নুর।

নুরুল হক নুর বলেন, ‘এখন থেকে গণঅধিকার পরিষদ এককভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করবে। এ ছাড়া সরকারবিরোধী আন্দোলনেও তারা এককভাবেই অংশগ্রহণ করবে। পাশাপাশি যুগপৎ আন্দোলনেও নিজেদের মতো করে সক্রিয় থাকবে গণঅধিকার পরিষদ।’

বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য দেওয়া, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াসহ নানা বিষয়ে বেশ কিছুদিন ধরেই গণতন্ত্র মঞ্চের নেতাদের সাথে অস্বস্তি ছিল গণঅধিকার পরিষদের।

এর আগে, ২০২২ সালের ৮ আগস্ট সাত দলের রাজনৈতিক জোট ‘গণতন্ত্র মঞ্চ’র আত্মপ্রকাশ ঘটে।

জোটভুক্ত দলগুলো হলো-জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, ভাষানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর