শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা ধর্ম

জুমাতুল বিদা: বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল


ছবি: সংগৃহীত

রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২১ এপ্রিল, ২০২৩ ৩:১৬ : অপরাহ্ণ

রমজান মাসের শেষ জুমা আজ। পবিত্র জুমাতুল বিদা। মুসলিম উম্মাহর কাছে এটি একটি পবিত্র দিন। এ উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঢল নামে ধর্মপ্রাণ মুসল্লিদের।

বিশেষ ফজিলতময় জুমাতে সাধারণ জামাতের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি অংশ নেন। অনেকে প্রখর রোদ উপেক্ষা করে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন শেষ জুমার নামাজ আদায় করতে।

স‌রেজ‌মি‌ন দেখা যায়, বেলা ১১টা থে‌কে মস‌জি‌দে মুস‌ল্লিরা প্রবেশ কর‌তে শুরু ক‌রেন। যতই আজানের সময় ঘনিয়ে আসছিল, মুস‌ল্লি‌দের আনাগোনা বাড়‌তে থা‌কে। অনেকেই প্রখর রোদ উপেক্ষা করেই দূরদূরান্ত থেকে ছু‌টে এসেছেন রমজা‌নের শেষ জুমার নামাজ আদায় কর‌তে।

গুলশান-২ নম্বারে থেকে এসেছেন একজন নামাজ পড়তে। তিনি বলেন, বায়তুল মোকাররমে জুমার নামাজ পড়েন‌নি কখনও। ঢাকায় থাকা হয় অনেক বছর। কিন্তু রমজা‌নে বায়তুল মোকাররমে জুমা পড়া হয়‌নি কখনও। গতকাল (বৃহস্প‌তিবার) রা‌তে হঠাৎ ক‌রেই সিদ্ধান্ত নিলাম আখে‌রি জুমাটা এখা‌নেই পড়ব।

মুস‌ল্লি‌দের স‌ঙ্গে কথা ব‌লে জানা গে‌ছে, দূরদূরান্ত থে‌কে বায়তুল মোকাররমে নামাজ পড়‌তে আসা‌দের অ‌নে‌কেই একইস‌ঙ্গে টুকটাক কেনাকাটার প‌রিকল্পনা নি‌য়েই এ‌সে‌ছেন। তবে নামাজ পড়‌তে আসা‌টাই মূল উ‌দ্দেশ্য। যে‌হেতু এখা‌নে আস‌ছি টু‌পি ও আতর কিনলাম।

অ‌নেক মুস‌ল্লি‌কে জাতীয় মস‌জি‌দে নামাজ পড়‌তে আসা‌র মুহূর্ত ক্যামেরাব‌ন্দি কর‌তে দেখা গে‌ছে। সেল‌ফি তোলায় ব্যস্ত এক মুসল্লি ব‌লেন, বন্ধুরা আস‌ছি একস‌ঙ্গে রমজা‌নের শেষ জুমা পড়‌তে। ক‌য়েকটা ছ‌বি তু‌লে স্মৃ‌তি জমা ক‌রে রাখলাম।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) রমজানের শেষ শুক্রবারে জুমার নামাজের পর বিশেষ ইবাদত করতেন। তার উম্মতরা তারই ধারাবাহিকতায় এদিন জুমার নামাজের পর নফল নামাজ আদায় করেন ও বিশেষ দোয়া করেন।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর