বুধবার, ২২ মে, ২০২৪ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৩ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

ভারতে হঠাৎ বাড়ছে করোনা, একদিনে ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২৩ ৭:৩৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

ভারতে হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়ছে। আজ বৃহস্পতিবার দেশটিতে ১০ হাজার ১৫৮ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গতকালের তুলনায় এ সংখ্যা ৩০ শতাংশ বেশি।

একদিন আগে বুধবার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৩০ জনের শরীরে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৯৯৮ জন। দেশটিতে করোনা থেকে সেরে ওঠার হার ৯৮.৭১ শতাংশ। মৃত্যুর হার ১.১৯ শতাংশ।

আজ করোনা শনাক্তের হার ৪.৪২ শতাংশ। মোট আক্রান্তের ০.১০ শতাংশ এখন সক্রিয় রোগী।

সরকারি সূত্র জানিয়েছে, ভারতে করোনা সংক্রমণ বেড়েছে, যা আগামী ১০-১২ দিন টানা বাড়তে পারে। করোনার এক্সবিবি উপধরন এখন সর্বশেষ ঢেউ চালাচ্ছে। তবে অধিকাংশ মানুষ টিকা নেওয়ায় উদ্বেগের তেমন কারণ নেই।

এই উপধরনে সংক্রমণ হার ফেব্রুয়ারিতে ছিল ২১.৬ শতাংশ, যা মার্চে বেড়ে ৩৫.৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর