শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আইন-আদালত

১০ সাংবাদিক আহত

সুপ্রিম কোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১৫ মার্চ, ২০২৩ ৪:০৫ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে বিএনপিপন্থি আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে আইনজীবী সমিতির মিলনায়তনে এ ঘটনা ঘটে।

ওই সময় পেশাগত দায়িত্ব পালন করতে গেলে অন্তত ১০ জন সাংবাদিক পুলিশের হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।

সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকদের পুলিশ রাইফেল ও লাঠি দিয়ে পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের মারতে মারতে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারের অবস্থা গুরুতর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগপন্থি আইনজীবীদের একতরফা ভোটগ্রহণের প্রতিবাদে বিকেল ৩টার দিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করেন বিএনপিপন্থি আইনজীবীরা।

সংবাদ সম্মেলন শেষে তারা ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। এসময় পুলিশের সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের সংঘর্ষ বেঁধে যায়।

পুলিশ বেধড়ক মারধর শুরু করলে আইনজীবীরাও ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। চলে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া। ভোটকেন্দ্রের বিভিন্ন বুথ ভাঙচুর করা হয়। স্থগিত হয়ে যায় ভোটগ্রহণ।

এদিকে সংঘর্ষের পর পুলিশের সঙ্গে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পাল্টা বিক্ষোভ করে বিএনপিপন্থি আইনজীবীরা। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এরপর দুপুর পৌনে ১টার দিকে আওয়ামী লীগপন্থী আইজীবীদের গঠন করা নির্বাচন কমিশনের অধীনে ভোটগ্রহণ শুরু হয়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর