রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪ | ১৫ বৈশাখ, ১৪৩১ | ১৮ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

কী হৃদয়বিদারক!

সাইকেলে চড়ে হজ করতে বেরিয়ে ছিলেন গাজী জসিম, মক্কা পৌঁছানোর পরই মৃত্যু


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :৩ মার্চ, ২০২৩ ৮:১১ : অপরাহ্ণ
সাইকেলে চড়ে হজ করতে বেরিয়ে ছিলেন সিরিয়ান নাগরিক গাজী জসিম। মক্কা পৌঁছার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
Rajnitisangbad Facebook Page

একটি হৃদয়বিদারক ঘটনা। একজন সিরিয়ান হজ যাত্রী হজ করার উদ্দেশ্যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। কিন্তু তিনি জার্মানি থেকে সাইকেল নিয়ে যখনই পবিত্র মক্কায় পৌঁছান, তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুর সময় তার পড়নে ইহরামের পোশাক ছিল।

৫৩ বছর বয়সী সিরিয়ান এই হজ যাত্রীর নাম গাজী জসিম শেহাদেহ। তিনি জার্মানির নাগরিক ছিলেন। তবে তার জন্মস্থান সিরিয়াতে। হজ করার জন্য তিনি জার্মানি থেকে সাইকেল নিয়ে বের হন।

দীর্ঘ ৭৩ দিনের সাইকেল যাত্রা শেষে মক্কায়ও পৌঁছান তিনি। এরপরই হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

দ্য সিয়াসত ডেইলির খবরে বলা হয়, ২০২২ সালের ২২ অক্টোবর জার্মানির হামবার্গ থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে তিনি সাইকেল যাত্রা শুরু করেন।

মক্কায় পৌঁছানোর পর গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার তার মৃত্যু হয়। ওই দিন ছিল পবিত্র শবে মেরাজ।

গ্র্যান্ড মসজিদে জানাজা শেষে শেহাদেহের দেহ মক্কায় দাফন করা হয়।

তিনি যাত্রার সময় সাইকেলের সঙ্গে সংযুক্ত একটি যান ব্যবহার করে অস্ট্রিয়া এবং ইতালিসহ বেশ কয়েকটি দেশ পেরিয়ে গত ৪ ফেব্রুয়ারি কায়রোতে পৌঁছান।

তারপর তিনি সাফাগা উপকূলে পৌঁছানো পর্যন্ত লোহিত সাগরের দিকে হাঁটতে থাকলেন, যেখান থেকে তিনি মক্কার উদ্দেশ্যে রওনা হন।

শেহাদেহের যাত্রা ব্যাপক মনোযোগ এবং প্রশংসা পেয়েছে, অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর