মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ | ৩১ বৈশাখ, ১৪৩১ | ৫ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো তাজিকিস্তান


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

তুরস্ক-সিরিয়ার পর এবার বড় ভূমিকম্পে কাঁপলো তাজিকিস্তান। রিখটার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ ছিল ৬.৮।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটে এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের ফলে এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

চীন সীমান্তের কাছে এই ভূমিকম্পের কেন্দ্র ছিল। এর প্রভাবে তাজিকিস্তান ও আফগানিস্তানের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে।

চীনের আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের ফলে জিনজিয়াং অঞ্চলের পশ্চিমাঞ্চলের কাশগড় ও আর্টাক্সে তীব্রভাবে কম্পন অনুভূত হয়েছে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (০৬ মাইল)।

যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের তথ্য উল্লেখ করে হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, পামির মালভূমিবেষ্টিত ওই অঞ্চলটিতে জনবসতি খুবই কম। ভূমিকম্প সাড়ে ২০ কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত ছিল।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে কয়েক হাজার ভবন ধসে পড়ে। মারা গেছেন ৪৬ হাজার মানুষ। আহত হয়েছেন অনেকে। তার কিছুদিনের মধ্যেই এবার তাজিকিস্তানে বড় ভমিকম্প হলো।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর