শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা স্বাস্থ্য

দেশে করোনার ওমিক্রনের নতুন উপধরন শনাক্ত



রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :১ জানুয়ারি, ২০২৩ ১:১৯ : অপরাহ্ণ

দেশে করোনাভাইরাসের ওমিক্রনের নতুন উপধরন বিএফ ৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা কোয়ারেন্টিনে থাকা একজন চীনা নাগরিকের নমুনায় করোনার এই নতুন উপধরন শনাক্ত হয়েছে।

আজ রোববার দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. তাহমিনা শিরীন।

তিনি জানান, দেশে ওমিক্রনের নতুন উপধরন বিএফ ৭ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। চীন থেকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে বাংলাদেশে আসা চার জনের মধ্যে একজনের নমুনায় এই নতুন উপধরন পাওয়া গেছে। আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে এবং সুস্থ রয়েছেন।

ডা. তাহমিনা শিরীন জানান, বাকি তিন চীনা নাগরিকের মধ্যে দুজনের ওমিক্রন বিএ ৫.২ উপধরন এবং আরেকজনের বিএ ৫.২.১ উপধরন শনাক্ত হয়েছে। তবে তারা সুস্থ আছেন।

গত ২৬ ডিসেম্বর চীন থেকে আসা দেশটির এই চার নাগরিকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। ওই দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরীক্ষায় তাদের করোনা ধরা পড়ে। এরপর তাদের মহাখালীতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের করোনা হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর