শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

স্বর্ণের দাম বেড়ে নতুন রেকর্ড, ভরি ৮৮ হাজার টাকার বেশি


রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২২ ৮:২৯ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়ে নতুন রেকর্ড গড়েছে। ভালো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বেড়েছে।

ফলে এখন একজন ক্রেতাকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে হবে ৮৮ হাজার ৪১৩ টাকা দামে। এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের এতো দাম হয়নি।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।

আগামীকাল শুক্রবার থেকে স্বর্ণের নতুন দর কার্যকর হবে।

গত ৪ ডিসেম্বর এক দফা বাড়ে স্বর্ণের দাম। এ সময় সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৪ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৮৭ হাজার ২৪৭ টাকা। এতদিন দেশের বাজারে এটাই ছিল সর্বোচ্চ দাম। এই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছে স্বর্ণের দাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

ভালো মানের স্বর্ণের পাশাপাশি বাড়ানো হয়েছে সব ধরনের স্বর্ণের দাম।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ৩৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৭২ হাজার ৩১৭ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ৭১ হাজার ৩৮৪ টাকা। এ মানের স্বর্ণের ভরিতে বেড়েছে ৯৩৩ টাকা।

সনাতনী স্বর্ণের দাম ভরিতে ৮১৭ টাকা বাড়িয়ে ৬০ হাজার ৩০৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৫৯ হাজার ৪৮৬ টাকা।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

রুপার দাম অপরিবর্তিত

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর