রাজনীতি সংবাদ প্রতিবেদন প্রকাশের সময় :২৯ ডিসেম্বর, ২০২২ ৯:২৩ : অপরাহ্ণ
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার চেষ্টা করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি।
এসময় তিনি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকার টিকিট পেলে বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাহি সাংবাদিকদের বলেন, ‘কমপক্ষে ৫০ হাজার ভোটের ব্যবধানে আমি জিতবো। এই আসন নৌকাকে এনে দেবো।’
চিত্রনায়িকা মাহির নৌকার প্রার্থী হওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মাহির বিষয়টি নিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আমার কথা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন ওর (মাহি) পরিবার তো আওয়ামী লীগের পরিবার। তিনিও আওয়ামী লীগ করেন। ঠিক আছে ফরম সংগ্রহ করুক।’
তাহলে কি মাহি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হচ্ছেন?- এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন ‘প্রার্থী হচ্ছেন কি না, বলতে পারবো না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।’
আজ দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এদিকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেওয়ার পর বিকেলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেছেন মাহিয়া মাহি।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এসে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন মাহি।