শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

রাশিয়ান দূতাবাসের কাছে মার্কিন দূতাবাসের প্রশ্ন, ইউক্রেনের ক্ষেত্রে কী?


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২১ ডিসেম্বর, ২০২২ ১:০৬ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

গতকাল মঙ্গলবার ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের স্বপ্রণোদিত এক বিবৃতিতে বলা হয়েছিল যে, ‘মস্কো বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করেছে।’

বিবৃতিতে কারও নাম উল্লেখ না করে বলা হয়, ‘‘সাম্প্রতিক বছরগুলোতে (বিশেষ করে, স্নায়ুযুদ্ধ শেষ হওয়ার পরে) হস্তক্ষেপ না করার নীতি লঙ্ঘনের বিষয়টি বিশেষভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ অনেকে বিশ্বাস করে যে তারা তাদের নিজস্ব স্বার্থে উক্ত নীতি লঙ্ঘন করতে পারে। গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার অজুহাতে যারা নিজেদেরকে ‘বিশ্বের শাসক’ বলে মনে করে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কাজ চলছে। এই ধরনের নীতি স্পষ্টতই বিশ্বব্যবস্থার স্থায়িত্বকে হ্রাস করে, বিশৃঙ্খলা ও বিপর্যয় ডেকে আনে।’’

হঠাৎ করে রাশিয়ান দূতাবাসের স্বপ্রণোদিত এমন বিবৃতিটি দেশের পত্রপত্রিকাগুলোতে প্রকাশিত হওয়ার পর ঢাকার কূটনৈতিক মহল তো বটেই, সচেতন মহলও নড়েচড়ে বসেন।

আজ বুধবার রাশিয়ান দূতাবাসের এমন বক্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে নিজেদের অফিসিয়াল একাউন্ট থেকে মার্কিন দূতাবাস, রাশিয়ান দূতাবাসের বিবৃতি নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের রিপোর্টের একটি লিংক শেয়ার করেছে। যার শিরোনাম ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরুদ্ধে রাশিয়া: দূতাবাস।’

সাথে ক্যাপশনে মার্কিন দূতাবাস রাশিয়ান দূতাবাসের উদ্দেশ্যে প্রশ্ন করেছে, ‘এটা (এই নীতি) কি ইউক্রেনের ক্ষেত্রে প্রযোজ্য?’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর