শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

‘আওয়ামী লীগের এতো নির্যাতনেও বিএনপি দুর্বল হয়নি’


রাজনীতি সংবাদ প্রকাশের সময় :১৩ ডিসেম্বর, ২০২২ ৫:৪১ : অপরাহ্ণ
রাজধানীর নয়াপল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমাদের দলীয় কার্যালয়ে আক্রমণ ও গ্রেপ্তারের একটাই উদ্দেশ্য ছিল ১০ ডিসেম্বরের গণসমাবেশ ভণ্ডুল করা। একইভাবে তারা ৯টি বিভাগের গণসমাবেশ পণ্ড করতে পরিবহন ধর্মঘট ও হামলা চালিয়ে গ্রেপ্তার করেছিলো। তবুও আমাদের গণসমাবেশ ঠেকাতে পারেনি। বরং জনসমুদ্রে পরিণত হয়েছিল।। ঢাকার সমাবেশও সফল হয়েছে। ১০ ডিসেম্বর দেশের মানুষের জয় হয়েছে। সরকার পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে।’

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র নেতা আবদুস সালাম, রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।

সমাবেশ শুরুর আগেই সকাল থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী নয়াপল্টনে দলীয় অফিসের সামনে জড়ো হতে থাকেন। তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগের এতো নির্যাতনেও বিএনপি দুর্বল হয়নি। যার প্রমাণ বিএনপির বিভাগীয় গণসমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ। জনগণ পরিষ্কার বার্তা দিয়েছে যে, এই সরকারকে তারা চায় না। সেই লক্ষ্যে আমরা যুগপৎ আন্দোলন গড়ে তুলতে ১০ দফা দাবি ঘোষণা করেছি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এ সরকার ফ্যাসিবাদী কায়দায় গণতন্ত্র ও দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। মেগাপ্রজেক্টের নামে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাচার করেছে ৷ আজকে ডলার সংকট, ব্যবসায়ীরা আমদানি করতে পারছে না। যারা অর্থনীতিকে ধ্বংস করেছে, তারা এই অর্থনীতিকে মেরামত করতে পারবে না।’

আরও পড়ুন: ‘পুলিশের তালিকা হচ্ছে, সরকারের পতন হলে কেউ রেহাই পাবেন না’

খন্দকার মোশাররফ বলেন, ‘বিচার বিভাগকে আজকে ধ্বংস করে দিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে অন্যায় আদেশ দিয়ে অপরাধ করিয়েছে।’

প্রশাসন ও পুলিশের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা কোনো দলের কর্মী নন। আপানারা শপথ নিয়েছেন। আপনারা সাংবিধানিক দায়িত্ব পালন করবেন। আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। মনে রাখবেন, সরকারের অনৈতিক কাজ বাস্তবায়ন করতে গিয়ে র্যাব নিষেধাজ্ঞা পেয়েছে।’

খন্দকার মোশাররফ বলেন, ‘শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হবে না, এটা শুধু আমর নই, সারা পৃথিবীর মানুষ বলছে। এই সরকারকে হটানো ছাড়া আমাদের কোনো বিকল্প নাই।’

নেতাকর্মীদের উদ্দেশে এ বিএনপি নেতা বলেন, ‘আপনাদের রাস্তায় থাকা ছাড়া কোনো উপায় নাই।’

ঢাকা উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ অঙ্গ সংগঠনের নেতারা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর