শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

ইতিহাস গড়ে সাফ শিরোপা জিতলো বাংলার বাঘিনীরা


নেপালকে হারিয়ে আনন্দে মাতোয়ারা বাংলাদেশের মেয়েরা। ছবি: সংগৃহীত

নিজস্ব ক্রীড়া প্রতিবেদক প্রকাশের সময় :১৯ সেপ্টেম্বর, ২০২২ ৭:১১ : অপরাহ্ণ

দীর্ঘ অপেক্ষার অবসান হলো, স্বপ্ন পূরণ হলো বাংলাদেশের।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবার শিরোপা জয়ের স্বাদ পেলো বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতলো লাল-সবুজের দল।

আজ সোমবার নেপালের কাঠমন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছেন সাবিনা-শামসুন্নাহাররা।

অপরদিকে এনিয়ে পাঁচবার সাফের ফাইনালে খেলে শিরোপা হাতছাড়া করে নেপাল।

১৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন দশরথের গ্যালারি ছিল কাণায় কাণায় পূর্ণ। গ্যালারিতে নেপালি সমর্থকদের আধিপত্য। নেপালে থাকা বাংলাদেশি সমর্থকরা সংখ্যায় কম হলেও এসেছেন সাবিনা-কৃষ্ণাদের জন্য গলা ফাটাতে।

ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় লাল-সবুজের মেয়েরা। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে পায় তৃতীয় গোল।

শামসুন্নাহার জুনিয়র একটি ও কৃষ্ণা রানী সরকার দুটি করে গোল করেন।

ম্যাচের ১৩ মিনিটে কর্ণার থেকে মনিকা চাকমার ক্রসে বল পেয়ে নেপালের গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে পাঠান বাংলাদেশের শামসুন্নাহার জুনিয়র।

গোল হজমের পর নেপাল ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে। কিছু সময় তারা বাংলাদেশের ওপর প্রভাব বিস্তারও করে।

৩৫ মিনিটে নেপাল সমতায় ফেরার সুযোগ হারায়। জটলার মধ্যে বল লাগে সাইড বারে।

ওই সুযোগ হারালেও প্রথমার্ধের ৪১ মিনিটে দ্বিতীয় লিড নেয় বাংলাদেশ।

৪২ মিনিটে কৃষ্ণা সরকার দলকে দ্বিতীয় লিড এনে দেন। সাবিনা তার গোলে সহায়তা দেন।

ম্যাচের ৭০ মিনিটে আনিতা গোল করে নেপালকে ম্যাচে ফেরান। এই গোলের মাত্র সাত মিনিট পরই বাংলাদেশ দল পাল্টা গোল করে ৩ গোলে এগিয়ে যায়।
এবারও গোলটি আসে কৃষ্ণা রানীর পা থেকে।

কৃষ্ণার এই গোলের পর কোচ ছোটনের চিন্তার ভাঁজ কিছুটা কমে। ম্যাচের বাকি সময় নেপাল গোলের জন্য চেষ্টা করলে কোনও কাজ হয়নি।

সাফে এর আগে তিনবার মুখোমুখি হয় বাংলাদেশ ও নেপাল। দুইবার সেমিফাইনালে এবং একবার গ্রুপ পর্বে। তিনবারই হারে বাংলাদেশ।

২০১৬ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল বাংলাদেশের মেয়েদের।

এবার দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে সেই ভারতকে গ্রুপ পর্বেই উড়িয়ে দিয়ে আজ ইতিহাস গড়লো লাল-সবুজের মেয়েরা।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর