শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

ভুটানকে ৮ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের মেয়েরা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ সেপ্টেম্বর, ২০২২ ৩:২৭ : অপরাহ্ণ
নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে গোল বন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। এর ফলে দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ৬ বছর পর ফাইনালে পা রাখলো সাবিনা খাতুনরা।

আজ শুক্রবার দুপুর সোয়া ১টায় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু হওয়া সেমিফাইনালে সাবিনা খাতুন-সিরাত জাহানরা দলকে প্রথমার্ধে ৪-০ গোলের লিড এনে দেন। প্রথমার্ধেই দলকে ফাইনালের পথে তুলে নেন।

ম্যাচের দ্বিতীয় মিনিটে বাংলাদেশকে এগিয়ে নিতে বেগ পেতে হয়নি ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্নাকে। যদিও গোল করার ১৪ মিনিট পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়তে হয় টুর্নামেন্টে এখন পর্যন্ত চার গোল করা স্বপ্নাকে।

অবশ্য তাতে থেমে থাকেনি সাবিনা, মারিয়াদের গোল উৎসব। ব্যবধান দ্বিগুন করেন সাবিনা খাতুন। ম্যাচের বয়স তখন ১৮ মিনিট। ১২ মিনিট পরই এবার কৃষ্ণা রানীর ফর্মে ফেরা ভুটানের জালে বল জড়িয়ে।

বিরতিতে যাওয়ার আগেই আরও এক গোল করেন সিরাত জাহান স্বপ্নার বদলি ঋতুপর্ণা চাকমা।

প্রথমার্ধের উড়ন্ত সূচনা দ্বিতীয়ার্ধেও ধরে রাখে বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেই ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন অধিনায়ক সাবিনা। দলকে এগিয়ে নেন ৫-০ গোলে। দুই মিনিট পরেই গোল করেন মাসুমা পারভীন। দলের পক্ষে লাকি সেভেন গোলটি আসে তহুরা খাতুনের থেকে।

এরপর যোগ করা সময়ে আরও এক গোল করেন লাল-সবুজের নারী দলের অধিনায়ক সাবিনা। পূর্ণ করেন হ্যাটট্রিক।

শুক্রবার বিকেলে দ্বিতীয় সেমিফাইনালে লড়ছে স্বাগতিক নেপাল ও ভারত। ওই ম্যাচের জয়ী দল বাংলাদেশের বিপক্ষে শিরোপার জন্য লড়বে।

আগামী সোমবার বিকেলে কাঠমান্ডুতে মাঠে গড়াবে সাফ ওমেন চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

নারীদের সাফে বাংলাদেশের সেরা সাফল্য ২০১৬ সালে ফাইনাল খেলা। সেবার ভারতের বিপক্ষে হেরে শিরোপা খুইয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর