শনিবার, ২০ এপ্রিল, ২০২৪ | ৭ বৈশাখ, ১৪৩১ | ১০ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য

স্বর্ণের দামে নতুন রেকর্ড, ভরি ৮৪ হাজার ৫৬৪ টাকা


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১০ সেপ্টেম্বর, ২০২২ ৭:৫৩ : অপরাহ্ণ
স্বর্ণের দাম অতীতের সব রেকর্ড ভেঙেছে।
Rajnitisangbad Facebook Page

২১ দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবার বাড়ানো হয়েছে। ভালো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ২৮৩ টাকা।

ফ‌লে এখন ২২ ক্যারেটের প্রতি ভ‌রি স্বর্ণের দাম পড়বে ৮৪ হাজার ৫৬৪ টাকা। যা এতোদিন ছিল ৮৩ হাজার ২৮১ টাকা।

এর আগে কখনো দেশের বাজারে স্বর্ণের এতো দাম হয়নি।

আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২১ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। ওইদিন ভরিতে বাড়ানো হ‌য় ১ হাজার ২২৫ টাকা।

বাজুসের নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ৬৯ হাজার ১৬৮ টাকা করা হয়েছে।

আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা বাড়িয়ে ৫৭ হাজার ৩৮৭ টাকা করা হয়েছে।

আগামীকাল রোববার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

রুপার দাম অপরিবর্তিত 

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর