বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা অন্যান্য

জাতীয় শোক দিবসে হালিশহরে শোক র‍্যালি


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৫ আগস্ট, ২০২২ ১:৫১ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় শোক র‌্যালি বের করা হয়েছে।

আজ সোমবার সকালে ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জহিরুল আলমের নেতৃত্বে এ র‌্যালি বের করা হয়।

র‌্যালিতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। র‌্যালিটি হালিশহর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

এরপর বড়পোল মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন নেতা-কর্মীরা। সেখানে সংক্ষিপ্ত একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ২৬ নম্বর উত্তর হালিশহর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা জহিরুল আলম বলেন, বঙ্গবন্ধুকে পাকিস্তানিরা ২৫ বছর ধরে হত্যার চেষ্টা করেও পারিনি। কিন্তু স্বাধীন বাংলাদেশে মাত্র তিন বছরের মধ্যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আজকের এইদিনে ঘাতকরা তাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালির কষ্টার্জিত স্বাধীনতাকে ধ্বংস করার চেষ্টা করা হয়। বঙ্গবন্ধুর একমাত্র লক্ষ্য ছিল এ দেশের মানুষের মুক্তি। তার নেতৃত্বেই জাতি এক মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।

শোক র‌্যালিতে অংশ নেন বেলাল, রকি, রানা, শামীম, মাহবু, দিলু মাস্টার প্রমুখ।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর