রবিবার, ১৯ মে, ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১০ জিলকদ, ১৪৪৫

মূলপাতা বাণিজ্য

৯ দিনের মাথায় হাজার টাকা বাড়লো স্বর্ণের দাম


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৬ জুলাই, ২০২২ ৯:১৭ : অপরাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দেশের বাজারে ৯ দিনের মাথায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে বেড়েছে এক হাজার ৩১৪ টাকা। ফ‌লে এই মানের প্রতি ভ‌রি স্বর্ণের দাম পড়বে ৭৮ হাজার ৫৩০ টাকা, যা আগে ৭৭ হাজার ২১৬ টাকায় বিক্রি হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার কারণে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে এখন ৭৪ হাজার ৯৭৩ টাকা, যা আগে ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। ভরিতে এই মানের স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ২৫৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬৪ হাজার ২৪৬ টাকা, যা আগে ছিল ৬৩ হাজার ২১৮ টাকা। এ মানের স্বর্ণের দাম ভরিতে বেড়েছে এক হাজার ২৮ টাকা।

আগামীকাল সোমবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব জুয়েলারি ব্যবসায়ীকে নির্ধারিত মূল্য তালিকায় স্বর্ণ বিক্রির অনুরোধ জানিয়েছে বাজুস।

এর আগে গত ৬ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমায় বাজুস।

রুপার দাম অপরিবর্তিত থাকছে

২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৫১৬ টাকায়, ২১ ক্যারেট ১ হাজার ৪৩৫ টাকায়, ১৮ ক্যারেট ১ হাজার ২১৫ টাকা ও সনাতন পদ্ধতিতে প্রতি ভরি বিক্রি হচ্ছে ৯৩৩ টাকায়।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর