বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৭ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীর চা খেতে চান মির্জা ফখরুল, তবে…


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৪ জুলাই, ২০২২ ২:০১ : অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Rajnitisangbad Facebook Page

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা খেতে চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে তিনি শর্ত দিয়েছেন-নির্দলীয় সরকার মেনে নিতে হবে। তাহলে চা খেতে, চা খাওয়াতে অসুবিধা নেই। অন্যথায় চা খাওয়ার কথা বলে লাভ নেই।

আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (এ্যাব) আলোচনা সভায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

এর আগে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি যদি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে চায় তাহলে বাধা দেবো না। নিয়মতান্ত্রিক আন্দোলন করলে চা খাওয়াবো।’

আরও পড়ুন: ‘প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করতে আসলেও বাধা নয়, চা খাওয়াবো’

মির্জা ফখরুল বলেন, ‘চোখে সর্ষের ফুল দেখা শুরু করেছে। আগে পদত্যাগ করুন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নতুন নির্বাচন কমিশন গঠন করুন। চা খেয়ে সময় নষ্ট করে কোনো লাভ নেই।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সবাইকে আহ্বান করছি, এই ডাকাতদের হাত থেকে মুক্তি পেতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘শতকরা ৫১ ভাগ জ্বালানি আসে গ্যাস থেকে। এলএনজি আমদানির কমিশন পেতে গত ১৪ বছরে তারা গ্যাস উত্তোলন করেনি। নজর দিয়েছে কীভাবে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশ পাঠানো হয়েছে। দুর্নীতি লুটপাটের মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশ শ্রীলঙ্কা প্রায় এক। শাসক দুর্নীতি লুটপাট করছে, প্রতারণা করছে। জ্বালানির ব্যাপারে সরকার কোনো পরিকল্পনা করেনি। তাই বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। গ্রামে সাত আট ঘন্টা লোডশেডিং হচ্ছে। সারকারখানা বন্ধ থাকায় সংকট দেখা দেবে। বোরো ধান উৎপাদন ব্যাহত হবে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর