রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা রাজধানী

কমলাপুর রেলস্টেশনে রনির পাশে ডা. জাফরুল্লাহ


কমলাপুর রেলস্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রনির সঙ্গে সংহতি জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :২৪ জুলাই, ২০২২ ৬:৪৪ : অপরাহ্ণ

রেল‌খাতের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ছয় দফা দাবিতে কমলাপুর রেলস্টেশনে অবস্থান নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী মহিউদ্দিন রনির সঙ্গে সংহতি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ রোববার বিকেল ৫টার দিকে কমলাপুর রেলস্টেশনে যান তিনি।

ঢাবি শিক্ষার্থী রনি রেলের অনিয়মের বিরুদ্ধে ১৮ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন।

জানা গেছে, বিকেলে মহিউদ্দিন রনিকে নিয়ে ডা. জাফরুল্লাহ কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করার জন্য যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয়। পরে বন্ধ করে দেওয়া হয় গেট।

তবে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে কথা না বলা পর্যন্ত সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছেন ডা. জাফরউল্লাহ। প্রয়োজনে সারারাত অবস্থান করবেন বলেও সাংবাদিকদের জানান তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমি রনির ছয় দফা দাবিকে যৌক্তিক মনে করি এবং এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই।’

তিনি বলেন, ‘আমরা আজ আন্দোলন করার জন্য আসিনি, আমরা চাচ্ছি একটি ব্যবস্থাপনা উন্নতির জন্য। দুর্নীতির অপসারণ চাই, জনগণের জন্য সুযোগ-সুবিধা চাই। প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এখানেই অবস্থান নিয়ে থাকবো।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘স্টেশন ম্যানেজার যদি রনির ছয় দফা দাবি মেনে নেয়, তাহলে আমি রনিকে অনুরোধ করব আন্দোলন স্থগিত করে তাকে পড়াশোনায় ফেরত যেতে।’

এদিকে আজ বিকেল ৪টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করতে আসেন রনিসহ অন্য শিক্ষার্থীরা। তবে তারা ঢুকতে পারেননি। সব ফটকের সামনে অবস্থান নেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। এসময় সব ফটক বন্ধ করে দেন তারা। তবে টিকিট দেখিয়ে সাধারণ যাত্রীদের স্টেশনের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর