শুক্রবার, ১৭ মে, ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ৮ জিলকদ, ১৪৪৫

মূলপাতা আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বিক্ষোভ দমনে সেনা অভিযান, গ্রেপ্তার শতাধিক


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২২ জুলাই, ২০২২ ১১:১৮ : পূর্বাহ্ণ
বৃহস্পতিবার মধ্যরাতে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর অভিযান চলাকালে উচ্চস্বরে প্রতিবাদ করছেন এক বিক্ষোভকারী। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে সরকারবিরোধী বিক্ষোভ দমনে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। শত শত সেনা এবং পুলিশ কমান্ডো প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে অবস্থানকারী বিক্ষোভকারীদের উপর অভিযান চালায়। এ সময় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সময় শুক্রবার সকালে এই অভিযান চালানো হয়। এ খবর দিয়েছে বিবিসি বাংলা।

অভিযানে দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের তাঁবু নামিয়ে ফেলতে থাকে। প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে অবস্থানরত বিক্ষোভকারীরা সরে যাওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে সেখানে অভিযান শুরু করে শত শত সেনা ও পুলিশ কমান্ডো। এ সময় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন ভিডিও সাংবাদিককে বেদম প্রহার করা হয়েছে।

বিবিসি বাংলার খবরে বলা হয়, বিবিসির ওই ভিডিও সাংবাদিককে মারধর করার পর তার ফোন ছিনিয়ে নিয়ে ভিডিও ডিলিট করেছে সেনাবাহিনী।

এর আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীদের ওপর অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

এদিকে, বিক্ষোভের মুখে গত সপ্তাহে দেশ ছেড়ে পালিয়ে যান দেশটির সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

অর্থনৈতিক সংকটের জের ধরে শ্রীলঙ্কায় গত কয়েক মাস ধরে ব্যাপক অস্থিরতা চলছে।

অনেকে রাজাপাকসে প্রশাসনকে দেশের অর্থব্যবস্থার অব্যবস্থাপনার জন্য দায়ী করেন এবং বিক্রমাসিংহেকে সমস্যার অংশ হিসেবেই মনে করেন। কিন্তু পার্লামেন্ট ভোটে জয়লাভের পরদিন রাস্তায় কম বিক্ষোভ দেখা গেছে।

বিক্রমাসিংহে শপথ নেওয়ার পরপরই তিনি স্পষ্ট করে বলেন যে, সরকার পতন বা সরকারি ভবন দখলে নেয়ার যে কোনো প্রচেষ্টা গণতন্ত্র নয়।

তিনি সতর্ক করে বলেন যে, যারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হবে তাদের আইন অনুযায়ী দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে। বিক্ষোভকারীদের অনেকের মধ্যে উদ্বেগ রয়েছে যে, ধীরে ধীরে সরকার প্রতিবাদ আন্দোলনকে দমন করতে শুরু করবে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর