শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা শিক্ষা

২৫ জুনের এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন



নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ জুন, ২০২২ ১২:৪১ : অপরাহ্ণ

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে ২৫ জুনের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ জুন।

প্রকাশিত রুটিন অনুযায়ী, ২৫ জুন সাধারণ ৯ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা বোর্ডের দাখিলের বাংলা দ্বিতীয় পত্র এবং কারিগরি বোর্ডের ভোকেশনালের এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল। সেটি এখন আগের দিন অর্থাৎ ২৪ জুন অনুষ্ঠিত হবে।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

দীপু মনি বলেন, শুধু একটি পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে। অন্য সব পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী আয়োজন করা হবে।

এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় বসবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। আগামী ১৯ জুন এ পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ৬ জুলাই পর্যন্ত চলবে। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা আয়োজন হবে।

শিক্ষামন্ত্রী জানান, এ বছর সাধারণ ৯টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ জন অংশ গ্রহন করবে। এবার দেশের ২৯ হাজার ৫৯১ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করবে।

দীপু মনি বলেন, ২০২১ সালের তুলনায় চলতি বছর মোটি পরীক্ষার্থী হ্রাস পেয়েছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। তবে গত বছরের চাইতে মোট প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৫৫৬টি আর মোট পরীক্ষা কেন্দ্র বেড়েছে ১১১টি।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর