শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

চিকিৎসার জন্য ভারত যেতে পারেননি আলাল, বিমানবন্দর থেকে ফেরত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১২ জুন, ২০২২ ১২:৫৪ : অপরাহ্ণ
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
Rajnitisangbad Facebook Page

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে মেডিকেল চেকআপের জন্য ভারতে যেতে দেয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তা‌কে কোনো কারণ না দেখিয়েই আটকে দেয়া হয় বলে জানান আলাল।

গত বছর ভারতের একটি হাসপাতালে কিডনির টিউমার অপারেশন শেষে গত ডিসেম্বরে দেশে ফিরেন তিনি। নিয়মিত মেডিকেল চেকআপের জন্য আজ সকালে ভারতে যাওয়ার কথা ছিল তার।

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেন, হাইকোর্টের কাগজপত্র ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে যেতে দেয়া হয়নি। আমি একজন অসুস্থ রোগী বলার পরও উপরের নির্দেশ আছে জানিয়ে আমাকে তারা যেতে দেননি। ইমেগ্রেশন থেকে কোন কারণ বলেননি, কোন লিখিত কাগজও দেয়নি। বরং আমি সব কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিলেও সোয়া দুই ঘন্টা বসিয়ে রেখে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর