বৃহস্পতিবার, ২ মে, ২০২৪ | ১৯ বৈশাখ, ১৪৩১ | ২২ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা বিএনপি

যেসব কারণে দেশের অর্থনীতিতে ‘অশনিসংকেত’ দেখছেন ফখরুল


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৮ মে, ২০২২ ৮:০২ : অপরাহ্ণ
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রিজার্ভ নিয়ে সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকও জাতির সামনে অসত্য পরিসংখ্যান তুলে ধরছে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বর্তমানে সবচেয়ে চাপে রয়েছে দেশের সামষ্টিক অর্থনীতি। দেশে যে পরিমাণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে তা দিয়ে আগামী সাড়ে তিন মাস আমদানি ব্যয় মেটানো সম্ভব। এ অবস্থায় দেশের অর্থনীতিতে অশনি সংকেত দেখছি আমরা।’

আজ বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

গত সোমবার জাতীয় স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল ওই সভা হয়।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের অস্থিতিশীলতা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি এবং রেমিট্যান্স আয়ে ঘাটতির কারণে বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বড় ধরনের সমস্যা হচ্ছে। টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম বৃদ্ধিসহ নানা কারণে অসহনীয় হয়ে উঠেছে জিনিসপত্রের দাম। আগামী দিনে পরিস্থিতি আরো বেসামাল হয়ে উঠবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘রিজার্ভ নিয়ে আত্মতুষ্টির কিছু নেই। এটি দ্রুত কমে আসছে। গত ৮ মাসে রিজার্ভ ৪৮ বিলিয়ন ডলার থেকে ৪২ বিলিয়ন ডলারে নেমে গেছে। পরের ২ মাসে এটা আরও ৪ বিলিয়ন ডলার কমে যাবে। এভাবে যদি রপ্তানির তুলনায় আমদানি বাড়তে থাকে এবং সেটা যদি রেমিট্যান্স দিয়ে পূরণ করা না যায় তাহলে অতি দ্রুত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ শেষ হয়ে যাবে।’

মির্জা ফখরুল বলেন, ‘রিজার্ভ শেষ হওয়ায় কী ভয়াবহ পরিণতি হতে পারে শ্রীলঙ্কার চলমান পরিস্থিতি তার নিকৃষ্টতম উদাহরণ। বাংলাদেশে এই মুহূর্তে যে রিজার্ভ রয়েছে তা দিয়ে মাত্র পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।’

বিএনপি মহাসচিব আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমাদের আমদানি ব্যয় বেড়েছে প্রায় ৪৪ শতাংশ। আমদানি যে হারে বেড়েছে, রপ্তানি সে হারে বাড়েনি। আবার প্রবাসী আয়ও কমে গেছে। ফলে প্রতি মাসে ঘাটতি তৈরি হচ্ছে।’

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঝুঁকিপূর্ণ অবস্থায় উল্লেখ করে অর্থনীতির সাবেক শিক্ষক মির্জা ফখরুল বলেন, ‘আইএমএফের সুপারিশ মোতাবেক সঠিক নিয়মে রিজার্ভ হিসাব করলে বর্তমানে বাংলাদেশের রিজার্ভ দাঁড়ায় ৩৫ বিলিয়ন ডলার। সেই হিসেবে আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা রয়েছে মাত্র সাড়ে তিন মাসের; যা অশনিসংকেত।’

বাংলাদেশ সরকার ২৫.৪৫ বিলিয়ন সরকারি ঋণের তথ্য মোট সরকারি ঋণের হিসাব থেকে আড়াল করেছে বলে সংবাদ সম্মেলনে দাবি করেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে ১ লাখ কোটি ডলারের ওপর বৈদেশিক ঋণ রয়েছে বাংলাদেশের যা ২০১৪-১৫ অর্থবছরে ছিল ৪৯১০ কোটি টাকা। ঋণ পরিশোধের মাথাপিছু যে বোঝা, ২০২৫ সাল থেকে রূপপূর পারমাণবিক শক্তি প্রকল্পের ঋণের কিস্তি পরিশোধ শুরু হলেই তা বিপুল পরিমাণে বৃদ্ধি পাবে। ২০ বছর ধরে এ প্রকল্পের জন্য প্রতিবছর ঋণের কিস্তি পরিশোধ করতে হবে ৫৬৫ মিলিয়ন ডলার।’

মেগা প্রকল্প বন্ধের দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের প্রখ্যাত অর্থনীতিবিদরা মেগা প্রকল্পকে জনগণের ঋণের বোঝা ভারী করার শ্বেতহস্তী প্রকল্প হিসেবে চিহ্নিত করেছেন। তার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে যশোর ও পায়রা বন্দর পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প, চট্টগ্রাম থেকে দোহাজারি হয়ে কপবাজার ও ঘুমধুম পর্যন্ত রেলপথ নির্মাণ প্রকল্প অন্যতম। রাশিয়ার কাছ থেকে ১২ মিলিয়ন ডলার ঋণ নিয়ে ১ লাখ ১৩ হাজার কোটি টাকা খরচ করে মাত্র ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুতের জন্য রুপপুর প্রকল্পটি কার স্বার্থে বাস্তবায়ন হচ্ছে জনমনে প্রশ্ন জোরালো হয়েছে। ২০২৫ সাল থেকে বাংলাদেশকে সুদাসলে কত অর্থ পরিশোধ করতে হবে তা জনগণকে জানানো হোক।’

মির্জা ফখরুল বলেন, ‘স্যাটেলাইট-১ তৈরি ও উতক্ষেপনে বাংলাদেশের প্রায় তিন হাজার কোটি টাকা খরচ হয়েছিলো। গত ৪ বছরেও কোনো অর্থ আয় করতে পারেনি। কেবলমাত্র ব্যক্তিগত স্বার্থ হাসিল ও গ্ল্যামারস উন্নয়নের ডামাডোল বাজাতেই এই ধরনের অপরিনামদর্শী প্রকল্প গ্রহন করে দেশকে আর্থিক ক্ষতির সম্মুখীন করা হয়েছে। স্যাটেলাইট -১ থেকে অর্থ উপার্জনের প্রধানমন্ত্রী ও তার পুত্র তথ্যপ্রযুক্তি উপদেষ্টার স্বপ্ন এখন দেশবাসীর জন্য এক আর্থিক দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বর্তমান স্যাটেলাইটের যখন এই হতাশ চিত্র তখন আরেকটি স্যাটেলাইট প্রকল্প গ্রহণের পায়তারা চলছে।’

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর