শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা আওয়ামী লীগ

কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১৩ মে, ২০২২ ৭:০৭ : অপরাহ্ণ
আরফানুল হক রিফাত
Rajnitisangbad Facebook Page

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আরফানুল হক রিফাত। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়া কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনেরও সভাপতি।

আজ শুক্রবার বিকেলে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেয়র পদের জন্য আরফানুল হক রিফাতসহ আওয়ামী লীগের মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।

গত নির্বাচনে দলীয় মেয়র প্রার্থী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি আঞ্জুম সুলতানা সীমাও মনোনয়নপ্রত্যাশী হওয়ায় এ নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল।

তবে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড শেষ পর্যন্ত আরফানুল হক রিফাতকেই নৌকার প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন।

কুমিল্লা সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে।

আগামী ১৫ জুন এ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে শুধুমাত্র মেয়র পদে এ পর্যন্ত চার জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

তারা হলেন- মনিরুল হক সাক্কু, মো. নিজাম উদ্দিন, মো. রাশেদুল ইসলাম ও কামরুল আহসান বাবুল। এদের মধ্যে কামরুল আহসান বাবুল মৌখিতভাবে জানিয়েছেন যে, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর