শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ | ১৪ বৈশাখ, ১৪৩১ | ১৭ শাওয়াল, ১৪৪৫

মূলপাতা খেলা

৫৭ বছর পর জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়ান জিতলো ইন্টার


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১২ মে, ২০২২ ৯:৩১ : পূর্বাহ্ণ
Rajnitisangbad Facebook Page

দীর্ঘ ৫৭ বছর পর জুভেন্টাসকে হারিয়ে কোপা ইতালিয়ান কাপের শিরোপা জিতেছে ইন্টার মিলান।

রোমের অলিম্পিক স্টেডিয়ামে গতকাল বুধবার রাতে রোমাঞ্চকর ফাইনালে জুভেন্টাসকে ৪-২ গোলে হারিয়েছে নেরাজ্জুরিরা।

ম্যাচের একেবারে শুরুতেই মাত্র ছয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক গোল করে জুভেন্টাসকে পিছিয়ে দেন ইন্টার মিডফিল্ডার নিকোলো বারেল্লা।

এরপর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি জুভেন্টাস। ভ্লাহোভিচ-দিবালারা একের পর এক আক্রমণ করে যায়। কিন্তু কাঙ্খিত গোলের দেখা পায়নি।

তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় খেলার চিত্র। খেলা শুরু মাত্র পাঁচ মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু ডিফেন্ডার সান্দ্রোর গোলে সমতায় ফেরে ইন্টার।

৫২তম মিনিটে ইন্টার গোলরক্ষকের নিদারুণ ব্যর্থতায় দলকে এগিয়ে নেন ভ্লাহোভিচ।

এরপর ৮০তম মিনিটে সফল স্পট কিকে ম্যাচ সমতা আনেন ইন্টার মিডফিল্ডার কানহানোগ্লু। এরপর আর কোনো গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

লাউতারো মার্তিনেসকে জুভেন্টাসের দুই ডিফেন্ডার বোনুচ্চি ও ডি লিখট ফাউল করায় পেনাল্টি পায় ইন্টার। ৯৯তম মিনিটে আরেকটি সফল স্পট কিকে দলকে এগিয়ে দেন পেরিসিচ।

এর তিন মিনিট পর সেই পেরিসিচ করেন আরেকটি দুর্দান্ত গোল। সেই গোলেই নিশ্চিত হয়ে যায় ইন্টারের শিরোপা।

ইতালিয়ান কাপে এটি ইন্টারের অষ্টম শিরোপা। তাদের চেয়ে বেশি এ শিরোপা জিতেছে কেবল রোমা (৯) ও জুভেন্টাস (১৪)।

এতো শিরোপা জিতলেও ইতালিয়ান কাপের ফাইনালে ইন্টার ও জুভেন্টাসের দেখা প্রায় হয় না বললেই চলে।

সেই ১৯৬৫ সালে সবশেষ শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। তার আগে খেলেছিল একবারই, ১৯৫৯ সালে। সেই দুইবারই জিতেছিল জুভেন্টাস। তবে এবার এর পুনরাবৃত্তি হতে দেয়নি ইন্টার।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর