সোমবার, ২০ মে, ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১১ জিলকদ, ১৪৪৫

মূলপাতা দেশজুড়ে

বিএনপির ইফতার মাহফিলে হামলা, পুলিশের পিটুনি খেলেন আ.লীগ কর্মীরা


রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :২৩ এপ্রিল, ২০২২ ৯:১৭ : অপরাহ্ণ
ছবি: সংগৃহীত
Rajnitisangbad Facebook Page

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছে। এসময় পুলিশের পিটুনির শিকার হয়েছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ শনিবার বিকেলে উপজেলার চরনিখলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করে উপজেলা বিএনপি।

স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পৌর সদর মুক্তিযোদ্ধা সংসদদের সামনের এলাকা থেকে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের একটি অংশ, মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল বের করে। দেশীয় অস্ত্র নিয়ে মিছিলটি চরনিখলা উচ্চ বিদ্যালয়ে গিয়ে একদফা ভাঙচুর চালায় ও ইটপাটকেল নিক্ষেপ করে।

তারা একদফা ভেতরে ইটপাটকেল ও ভাঙচুর চালিয়ে পুনরায় মিছিল করেন। এরপর আবার বিএনপির অনুষ্ঠান স্থলে যায়।

দ্বিতীয় দফা হামলা করতে গিয়ে পুলিশি বাঁধার মুখে পড়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ওই সময় পুলিশের পিটুনিতে কয়েকজন আহত হন। আওয়ামী লীগ কর্মীদের হামলায় বিএনপির কয়েকজন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে পৌর শহরের কাঠগোলাস্থ বিএনপির সাধারণ সম্পাদকের ব্যক্তিগত কার্যালয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, স্কুল কর্তৃপক্ষের কাছে অনুমতি নিয়ে ইফতারের আয়োজন করা হয়। এখানে হামলা চালিয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী অংশ। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নিয়ে কোনো কাজ হবে না তাই আইনি কোনো পদক্ষেপ নিব না।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক সামি উসমান গণি জানান, বিএনপির অনুষ্ঠানে সরকার বিরোধী মন্তব্য করায় তারা এগিয়ে গেলে পুলিশের আক্রমণের শিকার হয়েছেন। বিএনপির পক্ষ হয়ে পুলিশ তাদের নেতা-কর্মীদের আক্রমণ করেছে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আবদুল কাদের মিয়া বলেন, হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর