রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৮ এপ্রিল, ২০২২ ১০:০৩ : পূর্বাহ্ণ
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ফিরতি লেগে চেলসির বিপক্ষে সেই নাটকীয় ম্যাচের রেশ কাটতে না কাটতেই আরও একটা রোমাঞ্চকর ম্যাচ উপহার দিল কার্লো আনচেলোত্তির দল।
এবার লা লিগায় প্রতিপক্ষ সেভিয়া। ২ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল মাদ্রিদ প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে ম্যাচটা শেষ পর্যন্ত জিতেছে ৩-২ ব্যবধানে!
অতিরিক্ত সময়ে জয়সূচক গোল এনে দেন দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।
রোববার রাতে সেভিয়ার র্যামন সানচেজ স্টেডিয়ামে দুই গোলে পিছিয়ে হারের শঙ্কায় ছিল রিয়াল।
ম্যাচের ২১ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিকে সেভিয়াকে এগিয়ে নেন ইভান রাকিটিচ। রিয়াল ডিফেন্ডারদের মানব দেয়াল ভেঙে যাওয়ায় জালে জড়িয়ে যায় বল।
চার মিনিট পরে এরিক লামেলা দলকে ২-০ গোলের লিড এনে দেন।
দু’বারই রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়ার কিছুই করার ছিল না।
দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি নেমেই গোল করেন রদ্রিগো। তিনি ৫০ মিনিটে দানি কারভাহালের বল ধরে জালে জড়িয়ে দেন।
ওই গোলের পর সেভিয়ার বক্সে যাওয়া-আসা বেড়ে যায় রিয়ালের।
একবার তো লুকা মদরিচের হেড থেকে বল পেয়ে ভিনিসিয়ুস জুনিয়র সেভিয়ার জালে বলও পাঠান। কিন্তু ভিনিসিয়ুসের হ্যান্ডবল দেখিয়ে রেফারি বতিল করে দেন সেই গোল।
সমতা ফেরানো গোলটা রিয়াল শেষ পর্যন্ত পেয়েছে ৮২ মিনিটে, নাচো ফার্নান্দেজের কাছ থেকে। কর্নার থেকে আসা বল দানি কারভাহাল কাটব্যাক করেছিলেন ফার্নান্দেজকে।
এক পয়েন্ট নিয়েই রিয়ালকে সন্তুষ্ট থাকতে হবে, এমন যখন মনে হচ্ছে, তখনই বেনজেমা জাদু।
ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে রদ্রিগো চেষ্টা করেছিলেন শট নিতে। সেভিয়ার ডি-বক্সে জটলায় ঢুকে দারুণ এক পাস দেন বেনজেমাকে। সাত মিনিট যোগ করা সময়ের তখন দ্বিতীয় মিনিটের খেলা চলছে। এইবার আর সুযোগ নষ্ট করেননি ফরাসি স্ট্রাইকার।
এরপরে আর সেভিয়াকে ম্যাচে ফিরতে দেয়নি রিয়াল।
ঘুরে দাঁড়িয়ে পাওয়া দুর্দান্ত এই জয়ে লিগ শিরোপার আরও কাছে এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল।
এ জয়ে ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষস্থান আরও শক্ত করেছে রিয়াল। হেরে তিন নম্বরে নেমে গেছে সেভিয়া, রিয়ালের সমান ম্যাচ খেলে এখন তাদের পয়েন্ট ৬০। ৩০ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।