শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬

মূলপাতা খেলা

রোমাঞ্চকর ম্যাচে ম্যানসিটিকে হারিয়ে ফাইনালে লিভারপুল


ছবি: এএফপি

রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৬ এপ্রিল, ২০২২ ১০:৫৫ : অপরাহ্ণ

আগের সপ্তাহেই ইংলিশ প্রিমিয়ার লিগে দু’দলের এক রোমাঞ্চকর লড়াই দেখা গিয়েছিল। এবার এফএ কাপ সেমি-ফাইনালেও লড়াই হলো তুমুল।

৫ গোলের এই ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উল্লাসে মাতলো লিভারপুল।

আজ শনিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমি-ফাইনালে ম্যানচেস্টার সিটিকে ৩-২ গোলে হারায় লিভারপুল।

ইংলিশ ক্লাসিকো খ্যাতি পাওয়া দু’দলের লড়াইয়ে নিরপেক্ষ ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে শুরুতেই এগিয়ে যায় লিভারপুল।

ম্যাচের ৯ মিনিটে গোল করেন ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে। তার মাথায় জাদু ভর করেছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বেনফিকার বিপক্ষে দুই লেগেই হেডে গোল করেছেন তিনি। এবার সিটির জালেও হেডে বল জড়িয়ে দেন।

শুরুতে পিছিয়ে যাওয়া সিটি তালে ফিরতে ফিরতেই গোলরক্ষকের ভুলে খায় আরেক গোল। এবার গোলদাতা মানে। ১৯ মিনিটে সিটির কিপার জ্যাক স্টেফেন আলতু করে বল ক্লিয়ার করতে দেরি করায় সুযোগ সন্ধানী মানে ছুটিয়ে গিয়ে টোকা মেরে জালে জড়িয়ে দেন।

বিরতির খানিক আগে আসে দেখার মতো আরেক গোল। আলেকজান্ডার-আর্নন্ডের কাছ থেকে বল পেয়ে মানের উদ্দেশ্যে দারুণ পাস পাড়ান থিয়াগো আলকান্তারা। দুর্দান্ত সাইড বলিতে বল জাড়ে জড়ান মানে।

বিরতির পর গ্যাব্রিয়েল জেসুসের কাছ থেকে বল পেয়ে ফাঁকা বক্সে জালে জড়ান গ্রিলিশ। তবে এরপর আর গোল আসছিল না।

লিভারপুল কিছুটা রক্ষণাত্মক ছকে চলে যাওয়ায় গোলের সুযোগ পায় ম্যানসিটি। কিন্তু ডেভিড সিলভার করা ৯০ মিনিটের গোলের আগে সুযোগ কাজে লাগাতে পারেনি।

নির্ধারিত সময় পেরিয়ে গেলে যোগ করা সময়ে বাজিমাত করেন সিলভা। ডান প্রান্ত থেকে তৈরি হওয়া আক্রমণে তীব্র গতিতে বক্সে ঢুকে বা পা দিয়ে ক্রস বাড়ান রবার্টসন। আড়াআড়ি শটে জালে জড়িয়ে সিলভা মাতেন উল্লাসে।

তবে যোগ করা বাকি ৪ মিনিটে আর সমতায় আসতে পারেনি সিটি।

আগামীকাল এফএ কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ক্রিস্টাল প্যালেস। ওই দুই দলের মধ্যে জয়ী দল লিভারপুলের বিপক্ষে খেলবে ফাইনালে। শিরোপার শেষ লড়াই হবে আগামী ১৪ মে।

মন্তব্য করুন
Rajniti Sangbad


আরও খবর