রাজনীতি সংবাদ ডেস্ক প্রকাশের সময় :১৩ এপ্রিল, ২০২২ ১০:০৯ : অপরাহ্ণ
আইপিএলে বরাবরই ভালো দল গড়ে থাকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলে তারকার ছড়াছড়ি থাকলেও এখন পর্যন্ত কোনো সাফল্য পায়নি দলটি। ভারতীয় দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি কয়েক মৌসুম দলটিকে নেতৃত্ব দিলেও কোনো সাফল্য এনে দিতে পারেননি।
ভারতীয় ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরে বেঙ্গালুরু এখন পর্যন্ত ১৪টি আসর খেলে কোনো সাফল্য না পেলেও সব সময় আলোচনায় থাকে।
এবার দলটি আলোচনায় অন্য এক কারণে। দলটি চ্যাম্পিয়ন না হলে এক ভক্ত বিয়ে না করার ঘোষণা দিয়েছেন।
সম্প্রতি বেঙ্গালুরুর এক ম্যাচে গ্যালারিতে ধরা পড়ে এক অন্যরকম ছবি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
খেলা চলাকালীন এক নারী ভক্ত একটি পোস্টার নিয়ে মাঠে গিয়েছিলেন। তাতে লেখা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের শিরোপা না জিতলে তিনি বিয়েই করবেন না।
গতকাল মঙ্গলবার চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল সে ম্যাচে।
চেন্নাই প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ২১৬ রান করে। জবাবে বেঙ্গালুরু ১৯৩ রান তোলে। বেঙ্গালুরু ২৩ রানে হেরে যায়।
এদিকে আইপিএল গত ১৪ আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একটিও শিরোপা জিততে পারেনি। তারা তিনবার রানার্সআপ হয়। একবার সেমিফাইনালে উঠে। আটবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। আর একবার এলিমিনেটর পর্বে খেলে।
২০১৬ সালে দলটির পক্ষে মোট পাঁচটি শতরান হয়। কোহলি একাই করেছিলেন চারটি সেঞ্চুরি। সেবারও তারা শিরোপা জিততে পারেনি। সবার তারা রানার্সআপ হয়েছিল।