শনিবার, ১১ মে, ২০২৪ | ২৮ বৈশাখ, ১৪৩১ | ২ জিলকদ, ১৪৪৫

মূলপাতা জাতীয়

২৩ এপ্রিল থেকে ঈদের ট্রেনের টিকিট বিক্রি শুরু, মিলবে অনলাইনেও


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় :১১ এপ্রিল, ২০২২ ৪:০১ : অপরাহ্ণ
ট্রেনের টিকিট। পুরনো ছবি
Rajnitisangbad Facebook Page

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৩ এপ্রিল থেকে। কাউন্টারের পাশাপাশি অনলাইন থেকেও টিকিট কেনা যাবে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ রেলওয়ে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ এপ্রিল বিক্রি হবে পাঁচ দিন পরের টিকিট, অর্থাৎ ২৭ এপ্রিলে যারা যাত্রা করবেন তারা টিকিট পাবেন ২৩ তারিখে। একইভাবে ২৪ এপ্রিল মিলবে ২৮ এপ্রিলের টিকিট। ২৫ এপ্রিল মিলবে ২৯ এপ্রিলের, ২৬ এপ্রিল মিলবে ৩০ এপ্রিলের এবং ২৭ এপ্রিল ১ মের টিকিট।

চাঁদ দেখা সাপেক্ষে ২ মে ঈদ হবে ধরে নিয়ে টিকিট বিক্রির এ সময়সূচি নির্ধারণ করেছে রেলওয়ে। রোজা ৩০টি হলে, অর্থাৎ ৩ মে ঈদ হলে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মের ট্রেনের টিকিট।

আর ঈদের পর ফিরতি যাত্রা শুরু হবে ৫ মে। সেদিনের ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে ১ মে।

ঈদযাত্রার বিক্রি হওয়া টিকিট ফেরত নেওয়া হবে না বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এবার যাত্রী পরিবহণ সক্ষমতা বাড়াতে ৯৩টি অতিরিক্ত বগি যুক্ত করা হবে রেলের বহরে। নিয়মিত ১০২টি আন্তঃনগর ট্রেনের সঙ্গে বিশেষ ছয় জোড়া ট্রেন চলবে।

যাত্রীসেবা বাড়াতে ২৫ এপ্রিল থেকে সব ট্রেনের সাপ্তাহিক ছুটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

মন্তব্য করুন
Rajnitisangbad Youtube


আরও খবর